হামিদের বিদেশ গমন ও আ.লীগ নিষিদ্ধ নিয়ে মুখ খুললেন আইন উপদেষ্টা ভারতের ৫০ সেনাকে হত্যার দাবি পাকিস্তানের আ.লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে অবস্থান জুমার পরও চলবে: হাসনাত ছাত্রদের সঙ্গে একাত্মতা প্রকাশ ইলিয়াস কাঞ্চনের জেপিবির শার্শায় সাজাপ্রাপ্ত আসামী ও মাদক ব্যবসায়ীসহ আটক-৩ দুর্যোগ বিষয়ক মহড়া সাগর পাড়ের জীবন যুদ্ধ ঝিনাইদহের কালীগঞ্জে ৪ টি ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ আগুন সাবেক মেয়র আইভি গ্রেফতার সাতক্ষীরায় বিএসটিআই অনুমোদিত লাইসেন্স না থাকায় দুই ড্রিংকিং ওয়াটার মালিককে জরিমানা খুবিতে প্রফেসর দীপক কামাল মেমোরিয়াল স্কলারশিপ পেলন ১৬ শিক্ষার্থী মানবতার সেবায় রেড ক্রিসেন্টের ভূমিকা অতুলনীয় - চট্টগ্রাম সিটি মেয়র আ. লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থানের ঘোষণা ঝিনাইগাতীতে অবৈধভাবে বালু উত্তোলনের ১৬টি টাওয়ারসহ পাইপ ধ্বংস, ১টি ট্রাক ও ২টি মাহিন্দ্র জব্দ বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টার কাইয়ুমের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে, অভিযোগ পদবঞ্চিত নেতাদের কৃষ্ণনগরে কালিকাপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত নিয়মিত ক্রু মিটিং বাস্তবায়ন করায় পুরস্কার পেলেন বাকৃবির রোভার স্কাউট লিডার প্রথমবারের মতো ইন্টার্নশিপ পেল বাকৃবির মাৎস্যবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আশাশুনিতে অঙ্কনের মাধ্যমে প্রতিবন্ধীদের সম্পদ ও ঝুঁকি চিহ্নিত করণ কর্মশালা পীরগাছায় ভাবীর হোটেলে ১৯৯টাকায় পাওয়া যাবে একটি মোটরসাইকেল ভারতের ১৫ শহরে ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের, দাবি দিল্লির

কচুয়ার ভূঁইয়ারায় কাঁচা রাস্তায় ধানের চারা রোপণ করে এলাকাবাসীর প্রতিবাদ


চাঁদপুরের কচুয়া উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়নের ভূঁইয়ারা গ্রামে কাঁচা রাস্তায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী। প্রায় তিন কিলোমিটার কাঁচা রাস্তায় চলাচল করতে চরম ভোগান্তির শিকার  হতে হয় সবাইকে। দুর্ভোগ লাঘবে দীর্ঘদিন ধরে রাস্তাটি পাকা করার দাবি জানানো হলেও স্থানীয় জনপ্রতিনিধিদের যেন নজর নেই সেদিকে। দীর্ঘদিন বেহাল রাস্তা সংস্কার না করায় ক্ষোভে ধানের চারা লাগিয়ে অভিনব প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী।

জানা যায়, উপজেলার দহুলিয়া-ভূঁইয়ারা ও বক্সগঞ্জ পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়ক কাঁচা রয়েছে। একটু সামান্য বৃষ্টি হলে তলিয়ে যায় রাস্তা। ফলে ওই গ্রামের মানুষের যাতায়াতের চরম দুর্ভোগ পোহাতে হয়। লস্করী থেকে বক্সগঞ্জ পর্যন্ত কাঁচা সড়কের কাজ ধরলেও ঠিকাদারের গাফলতির কারনে কাজ কিছুটা বন্ধ রয়েছে। তবে ওই কাঁচা সড়কটি দীর্ঘ কয়েক বছর ধরে নাজেহাল অবস্থায় রয়েছে। ফলে কোমলমতি শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা যাতায়াত করতে পারছে না।

স্থানীয় অধিবাসী কোরবান আলী,মফিজুল ইসলাম ও হাবিবসহ একাধিক লোকজন জানান, স্বাধীনতার পর থেকে এ রাস্তার উন্নয়নে কেউ কোনো পদক্ষেপ নেননি। বিকল্প কোনো রাস্তা না থাকায় হাঁটু সমান কাদা মাড়িয়েই চলাচল করতে হয় স্কুল-কলেজের ছাত্রছাত্রীসহ সর্বস্তরের মানুষকে। তাই ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানানো হয়েছে।

পথচারীর ছাদেক হোসেন,মহিউদ্দিন,দুলু বেগম ও নুরজাহান জানান, বৃষ্টির দিনে দিনে কাদা মাড়িয়ে তিন কিলোমিটার রাস্তায় যাতায়াত করতে হয়। রাস্তার বেহাল দশার কারণে কৃষকরা পণ্য বাজারে নিতে পারেন না। কয়েক বছর কেটে গেলেও কিন্তু রাস্তার কোনো উন্নয়ন নেই। দ্রুত কাঁচা সড়কটি পাকাকরনের দাবি জানান তারা।

কচুয়া উপজেলা প্রকৌশলী মো. আব্দুল আলীম লিটন বলেন, এ কাঁচা সড়কটি লস্করী হয়ে বক্সগঞ্জ পর্যন্ত কাজ চলছে। তবে ঠিকাদারের গাফলতির কারনে কিছুটা বিলম্বিত হয়। ইতিমধ্যে দোয়াটি ও লস্করী সড়কের কার্পেটিং কাজ শেষ হলে ভূঁইয়ারা গ্রামের কাঁচা সড়কের কাজ ধরা হবে। দ্রুত কাঁচা সড়কের পাকাকরন কাজ করা হবে বলেও জানান তিনি।

আরও খবর