বন্ধু মানে ভালোবাসা
তুষার আহমেদ মূসা
ভালবাসতে বলতে মানা,
লোকে শুধুই কয়
ভালোবাসার উর্ধ্বে স্বার্থ বুকে
শুধুই ভয়।
লোককে বলি করতে বিশ্বাস,
বুকের ভেতর রাখতে আশ্বাস!
স্বার্থনীতি রুখবে যেইজন,
প্রয়োজনে পাশে সেইজন।
সুখে-দুঃখের সাথী সে,
পথচলাতে নাহি ভয়
দুই হৃদয়ের এক স্পন্দন,
সে জন বন্ধু হয়।
দুই মায়ের একই ছেলে,
এক পৃথিবী নাম
রক্তটান ছাড়াও দেয়
শত বন্ধুত্বের দাম।
বন্ধু হল ভালোবাসা,
একের কষ্টে অন্যের আশা
অবিশ্বাসে ভাঙ্গে বাসা,
তর্কে বহুদূর!
৭ ঘন্টা ০ মিনিট আগে
৭ ঘন্টা ২ মিনিট আগে
৮ ঘন্টা ৪৪ মিনিট আগে
৯ ঘন্টা ৪৯ মিনিট আগে
১ দিন ১৫ মিনিট আগে
১ দিন ১৭ মিনিট আগে
১ দিন ১৯ মিনিট আগে