রোকেয়া মনসুর মহিলা কলেজে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।
ক্যাম্পাস প্রতিনিধি সাতক্ষীরা: এস এম তাজুল হাসান সাদ
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা সদরে অবস্থিত ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান রোকেয়া মনসুর মহিলা কলেজে উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। রবিবার (৮ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় কলেজের হলরুমে অধ্যক্ষ একেএম জাফরুল বাবুর সভাপতিত্বে এ নবীনবরণের আয়োজন করা হয়।কলেজের প্রভাষক অলিউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের এমপি ও কলেজের পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি এসএম জগলুল হায়দার।বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদী।এ সময় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ শ্রীবাস চন্দ্র রায়, কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ইন্দ্রজিৎ কুমার মন্ডল, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ রাসেল, কলেজের পরিচালনা পর্ষদের সদস্য শেখ ওহিদুর রহমান ছোট, হাজী তফিল উদ্দীন আলিম মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা শফিউল্লাহ, সহকারী অধ্যাপক শ.ম মমতাজুর রহমান, সুফিয়া খাতুন, তারক চন্দ্র সরকার, নাজিম উদ্দীন আহমেদ, তৌহিদুর রহমান, সুকুমার ঘোষ, মোশাররফ হোসাইন চৌধুরী, মো. বদরুজ্জামান, জাহাঙ্গীর আলম, দেবব্রত কুমার মিস্ত্রী, হাফিজুর রহমান, বিকাশ চন্দ্র মিস্ত্রী, প্রবীর দেবনাথ, মাসুদুর রহমান, প্রভাষক রতন কুমার ঘোষ, গোবিন্দ দুলাল বর, আমিনুর রহমান, হাফিজুর রহমান, গ্রন্থাগারিক সাইফুজ্জামান, ক্রীড়া শিক্ষক সৈয়দ মাহমুদুর রহমান, কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি নেছার উদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক শেখ সেলিম প্রমুখ।নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখে আসমা মহুয়া এবং দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আজিফা ইয়াসমিন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।
১ ঘন্টা ৫৮ মিনিট আগে
২ ঘন্টা ৪ মিনিট আগে
২ ঘন্টা ১৯ মিনিট আগে
৩ ঘন্টা ৯ মিনিট আগে
৩ ঘন্টা ১৩ মিনিট আগে
৩ ঘন্টা ১৬ মিনিট আগে
৩ ঘন্টা ২২ মিনিট আগে