শান্তিগঞ্জে বিভিন্ন আয়োজনে জামায়াতের ঈদ উদযাপন
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পবিত্র ঈদ উল ফিতরের দ্বিতীয় দিন উদযাপন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী শান্তিগঞ্জ উপজেলা শাখা। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার শান্তিগঞ্জ বাজারের সমবায় মার্কেটে দলটির উপজেলা কার্যালয়ের উদ্বোধন করেন আগামী সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী এড. ইয়াছিন খান। পরে ঈদ পূণর্মিলনীতে মিলিত হন দলটির উপজেলা ও বিভিন্ন ইউনিয়নে পর্যায়ের নেতাকর্মীরা। বিকাল ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার শান্তিগঞ্জ বাজার ও পাগলা বাজারের সাধারণ মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন ইয়াছিন খান। শুভেচ্ছা বিনিময় শেষে দলটির স্থানীয় একাধিক নেতাকর্মীর কার্যালয় ও বাড়িতে যান তিনি।
পৃথক এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা জামায়েতের আমীর হাফিজ আবু খালেদ, সেক্রেটারি মাস্টার দিলোয়ার হোসেন, সাবেক সেক্রেটারি মাও. নূর উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, ইসলামী ব্যাংক পাগলা বাজার শাখার ইনচার্জ তাজুল ইসলাম, জামায়াত নেতা সাইদুল ইসলাম সাইদ, ফারুক মিয়া, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রায়েজ নূর, সাধারণ সম্পাদক প্রভাষক মামুন আহমদ, পশ্চিম পাগলা ইউনিয়ন জামায়াতের সভাপতি কাজী নূরুল হক, সাধারণ সম্পাদক মুহাম্মদ হাসান জকি, বায়তুল মা’ল সম্পাদক ওলীউর রহমান, পূর্ব পাগলা ইউনিয়ন জামায়াতের সভাপতি কবির হোসেন, সেক্রেটারি শিব্বির আহমদ, এমসি কলেজ ছাত্রশিবিরের সভাপতি ইসমাঈল খান সৌরভ, সুনামগঞ্জ সরকারি কলেজের ছাত্রশিবিরের সভাপতি সুমেল আহমদ, জগন্নাথপুর থানা (পশ্চিম) শাখার সভাপতি আবু তাহের, শান্তিগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আফসার আহমদ, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান রাহীম, সাবেক শিক্ষা সম্পাদক ইমরানুল হাসান সহ আরো অনেকে।
এড. ইয়াছিন খান বলেন, দল যখন আমাকে নির্বাচন করে এলাকায় পাঠিয়েছে তখন আমি আমার দায়িত্ব পালনের সর্বোচ্চ চেষ্টা করবো। আগামী নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশের ৩শ’ আসনেই প্রার্থী দেবে। দলের নির্দেশে আমরা সাধারণ মানুষের পাশে যাচ্ছি, কথা বলছি। আজ শান্তিগঞ্জ ও পাগলা বাজারে অনেক মানুষের সাথে আমাদের শুভেচ্ছা বিনিময় হয়েছে। আমরা চাই ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করতে। জনগণের কাছে একটি বার্তাই আমরা পৌঁছে দিচ্ছি, তারা যেনো সৎ, যোগ্য ও খোদাভীরু নের্তৃত্ব বাচাই করেন