সাফ মহিলা চ্যাম্পিয়নশীপ ২০২২-এ বাংলাদেশ মহিলা ফুটবল দলের অন্যতম ডিফেন্ডার মাসুরা পারভীনকে সাতক্ষীরা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পৃথকভাবে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার (২ অক্টোবর) বেলা ১১টায় সাতক্ষীরা সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা প্রশাসনের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ (সদর) আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।
এদিকে জেলা প্রশাসনের সংবর্ধনা অনুষ্ঠান শেষে আজ রোববার বেলা ১টার দিকে সাতক্ষীরা জেলা পুলিশের সম্মেলন কক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে মাসুরা পারভীনকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমান (সার্বিক) অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো. সজিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসাদুজ্জামান, সাবেক ফিফা রেফারী তৈয়ব হাসান বাবু, ক্রীড়া সংস্থার কোচ খন্দকার আরিফ হাসান প্রিন্সসহ জেলা ক্রীড়া সংস্থা ও ফুটবল ফেডারেশনের কর্মকতাবৃন্দ। জেলা পুলিশের পক্ষ থেকে মাসুরার পরিবারকে ২৫ হাজার টাকা প্রদান করা হয়।
৩ ঘন্টা ৩৩ মিনিট আগে
১১ ঘন্টা ৩৭ মিনিট আগে
১৫ ঘন্টা ৪ মিনিট আগে
১৭ ঘন্টা ৫৯ মিনিট আগে
১ দিন ১২ ঘন্টা ২ মিনিট আগে
১ দিন ১২ ঘন্টা ৬ মিনিট আগে
১ দিন ১৪ ঘন্টা ৮ মিনিট আগে
১ দিন ১৫ ঘন্টা ৩১ মিনিট আগে