সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান চালিয়ে ৪ হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। ১৩ অক্টোবর (শুক্রবার) বেলা তিন ঘটিকার সময় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন গোলচত্তরের দক্ষিণ পার্শ্বে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশ বক্সের সামনে পাকা রাস্তার উপর থেকে ঢাকা হইতে বগুড়াগামী শ্যামলী এন, আর ট্রাভেলস বাস তল্লাশী করে ৪ হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন, পীরগঞ্জ থানার রংপুর জেলার বনমালীর ছেলে শ্রী সুজন চন্দ্র (৩২) শ্রী যতীনের ছেলে শ্রী জতীস চন্দ্র (৩৫) শ্রী কালি প্রদর ছেলে শ্রী বিজয় চন্দ্র (৩০)
সিরাজগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ৪ হাজার পিচ ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
১০ ঘন্টা ২৫ মিনিট আগে
১০ ঘন্টা ২৬ মিনিট আগে
১০ ঘন্টা ৪৯ মিনিট আগে
১০ ঘন্টা ৪৯ মিনিট আগে
১১ ঘন্টা ০ মিনিট আগে
১১ ঘন্টা ২৬ মিনিট আগে