সিরাজগঞ্জে সরকারি কৃষি প্রণোদনার আওতায় ৫৯৮০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে ।
শনিবার সকালে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে সরিষা, গম, ভুট্টা, চিনা বাদাম, সূর্যমুখী, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর, ও খেসারী, উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৫৯৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ কর্মসূচির উদ্বোধন করেন, সিরাজগঞ্জ ও কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা: মোঃ হাবিবে মিল্লাত মুন্না।
কর্মসূচির আওতায় শনিবার ১৯৮০ জন উপকারভোগী কৃষকের মাঝে বিনামূল্যে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
সদর উপজেলার নির্বাহী অফিসার মনোয়ার হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, এছাড়াও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, শিয়ালকোল ইউনিয়ন চেয়ারম্যান সেলিম রেজা, স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার আনোয়ার সাদাত।
১০ ঘন্টা ৩৩ মিনিট আগে
১০ ঘন্টা ৩৩ মিনিট আগে
১০ ঘন্টা ৫৬ মিনিট আগে
১০ ঘন্টা ৫৬ মিনিট আগে
১১ ঘন্টা ৭ মিনিট আগে
১১ ঘন্টা ৩৩ মিনিট আগে