লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা বাজারে অগ্নিকাণ্ডে ৮ টি দোকানসহ মালামাল পুড়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। বুধবার দিবাগত রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, বুধবার (১ নভেম্বর) দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার বাউরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড এলাকার পুরাতন স্থানীয় বাউরা ভেতর বাজারের একটি মুদি দোকানে আগুন লাগে। মুহূর্তেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ও ফায়ার সার্ভিসের দলকে খবর দেয়। পাটগ্রাম ও হাতীবান্ধা ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট প্রায় আধাঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাজারের আনোয়ার হোসেন, বুলু মিয়া, নবীউল ইসলাম, আব্দুর রশিদের একটি করে ৪ টি মুদি দোকান ও হাবিবুল হকের ডিমের দোকান, আবু তালেবের পান-শুপাড়ির দোকান, সোহরাব আলীর শুটকি ও আলম হোসেনের সবজি এবং অন্যান্য পণ্যের দোকানসহ ৮ টি দোকান পুড়ে ভস্ম হয়ে যায়।
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল ইসলাম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ( পিআইও) উত্তম কুমার নন্দী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মুদি ব্যবসায়ী আব্দুর রশিদ বলেন, ‘আগুনে ৮ টি দোকান মালামালসহ পুড়ে গেছে। এতে ৫০ লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে। বর্তমানে আমরা দিশেহারা হয়ে পড়েছি।’
বাউরা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মামুন হোসেন সরকার বলেন, ‘ অগ্নিকাণ্ডে ৮ দোকান ও দোকানের পণ্য সম্পুর্ণ পুড়ে গেছে। এতে অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। ব্যবসায়ীরা অসহায় অবস্থায় রয়েছে।’
পাটগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মফিদার রহমান বলেন, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। অগ্নিকাণ্ডে পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট চেষ্টা করে কম সময়ের মধ্যে আগুন নেভাতে সক্ষম হয়।’
৬ ঘন্টা ৪৮ মিনিট আগে
৬ ঘন্টা ৫১ মিনিট আগে
৭ ঘন্টা ৪৬ মিনিট আগে
৮ ঘন্টা ৫৯ মিনিট আগে
১ দিন ৩ ঘন্টা ৪৯ মিনিট আগে
১ দিন ২০ ঘন্টা ৫৯ মিনিট আগে
১ দিন ২৩ ঘন্টা ৫৯ মিনিট আগে
২ দিন ১ ঘন্টা ১৩ মিনিট আগে