সারা দেশের ন্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় "বঙ্গবন্ধুর ভাবনা, সংবিধানের বর্ণনা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় সংবিধান দিবস ২০২৩ পালন ও দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
শনিবার (৪ নভেম্বর) সকাল ১১ টায় তেঁতুলিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে রাব্বি'র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ তেঁতুলিয়ার সাধারণ সম্পাদক মোঃ কাজী মাহমুদুর রহমান (ডাবলু)।
সভায় বক্তারা বলেন, মাত্র ছয় মাসে প্রণীত বাংলাদেশের সংবিধান দেশের মানুষের আশা-আকাংখার প্রতিফলনে সংবিধানকে সমুন্নত রেখে দেশ এগিয়ে যাবে উন্নয়ন ও সমৃদ্ধির পথে, প্রতিষ্ঠা পাবে সুশাসন ও একটি পূর্ণাঙ্গ শাসনতন্ত্র।
উক্ত আলোচনা সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
৫০ মিনিট আগে
৩ ঘন্টা ৩২ মিনিট আগে
৭ ঘন্টা ৫ মিনিট আগে
১৫ ঘন্টা ৯ মিনিট আগে
১৮ ঘন্টা ৩৭ মিনিট আগে
২১ ঘন্টা ৩১ মিনিট আগে
১ দিন ১৫ ঘন্টা ৩৪ মিনিট আগে
১ দিন ১৫ ঘন্টা ৩৮ মিনিট আগে