সাতক্ষীরা জেলা কালিগঞ্জে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত।
কালিগঞ্জ(সাতক্ষীরা) প্রতিনিধিঃ এস এম তাজুল হাসান (সাদ)
সাতক্ষীরা জেলা কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে "সমবায়ে গড়ছি দেশ,স্মার্ট হবে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জে ৫২ তম জাতীয় সমবায় দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা আকরাম হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় শনিবার (৪ নভেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ'লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী।উপজেলা সমবায় সহকারী পরিদর্শক রমেন্দু বাছাড় ও আব্দুর শুকুর খান এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন নবযাত্রা প্রকল্পের কর্মকর্তা গোলাম দস্তগীর (বকশি) সহ কালিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সমবায় সমিতির কর্মকর্তা,কর্মচারী,সুধী ও সাংবাদিকবৃন্দ। কালিগঞ্জ উপজেলা সমবায় বিভাগের পক্ষ থেকে সমবায় সমিতির কর্মকর্তাদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা ক্রেস্ট প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।