দাওয়াতের দ্বারা ইসলাম প্রসারিত হয়েছে-বরুণার পীর
শেখবাড়ি জামিয়ার মুহতামিম ও শায়খুল হাদিস আমীরে আঞ্জুমান আল্লামা মুফতি মুহাম্মদ রশীদুর রহমান ফারুক বর্ণভী বলেছেন, দ্বীনের পথে দাওয়াতের গুরুত্ব অপরিসীম। দাওয়াতের দ্বারা ইসলাম প্রসারিত হয়েছে।সাহাবায়ে কেরাম দাওয়াতের কাজ নিয়ে ছড়িয়ে পড়েছিলেন বিশ্বময়। তাদের দাওয়াতের উসিলায় পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। ইসলাম তরবারির জোরে নয় বরং দাওয়াত এবং সাহাবাদের উন্নত চরিত্রের বদৌলতে প্রসার লাভ করেছে। সাহাবাদের দাওয়াত ছিল একক পদ্ধতির। সেটা হলো, মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে দাওয়াত প্রদান করা।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত উপমহাদেশের প্রাচীনতম দ্বীনি সংগঠন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় ইসলাহী জোড়ের উদ্বোধনী বয়ানে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বাদ ফজর বরুণার পীর এসব কথা বলেছেন।
শ্রীমঙ্গল উপজেলার ভৈরবগঞ্জ বাজারস্থ শেখবাড়ি জামিয়া মাঠে শুরু হওয়া কেন্দ্রীয় জোড়ে বৃহস্পতিবার সন্ধা ৬টায় সরজমিন গিয়ে দেখা যায়, ইসলাহী নসিহত পেশ করছেন ঐতিহ্যবাহী বরুণা মাদরাসার সদরে মুহতামিম মাওলানা সাইদুর রহমান বর্ণভী এবং সাড়ে ৬টায় বয়ান পেশ করেন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর শায়খুল হাদিস মাওলানা ওলিউর রহমান বর্ণভীসহ বিভিন্ন জেলা থেকে আগত উলামায়ে কেরাম।
আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা লুৎফুর রহমান জাকারিয়া জানান-ইসলাহী জোড়ে ৭টি অধিবেশনে ধারাবাহিক আলোচনা করবেন মুফতি জসীম উদ্দীন চট্টগ্রাম, মাওলানা সাইদুর রহমান বর্ণভী, মাওলানা ওলীউর রহমান বর্ণভী, মাওলানা আব্দুল কাইয়ুম কাসেমী, মাওলানা আব্দুল কাদির বাগরখালী, মাওলানা শামসুল হক সরাইলী, মাওলানা শাহ নজরুল ইসলাম, মাওলানা আব্দুল খালিক চলিতাতলী, মাওলানা ফজলুর রহমান মাধবপুরী, মাওলানা মুসা আল হাফিজ, মুফতি আবু তাহের জিহাদী, মুফতি আব্দুর রহমান জিহাদী, মুফতি আব্দুল্লাহ ফিরোজী, মুফতি মুজিবুর রহমান ফয়জী, মুফতি আব্দুল লতিফ ফারুকী প্রমুখ।
সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জিয়া উদ্দিন ইউসুফ জানান-শেখবাড়ি জামিয়ার মাহফিল ও শুক্রবারের অধিবেশনে ধারাবাহিক আলোচনা করবেন আল্লামা নুরুল ইসলাম খান সুনামগঞ্জী, মাওলানা সিবগাতুল্লাহ নূর বি-বাড়িয়া, মাওলানা জুনায়েদ আল হাবিব ঢাকা, মাওলানা সাখাওয়াত হোসাইন রাজি ঢাকা, মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী ঢাকা, মাওলানা মুমতাজ উদ্দীন বড়দেশী সিলেট, মাওলানা শেখ আহমদ আফজল বর্ণভী, মাওলানা শেখ সাদ আহমদ আমীন বর্ণভী প্রমুখ।
সংগঠনের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মাওলানা শাব্বির আহমদ ফতেহপুরী জানান-শনিবার সকাল ৯টায় বরুণার পীর সাহেব শায়খুল হাদিস আমীরে আঞ্জুমান আল্লামা মুফতি মুহাম্মদ রশীদুর রহমান ফারুক বর্ণভীর আখেরি মোনাজাতের মাধ্যমে কেন্দ্রীয় জোড় ও শেখবাড়ি জামিয়ার মাহফিলের সমাপ্তি হবে।
শেখবাড়ি জামিয়ার ভাইস প্রিন্সিপাল মাওলানা শেখ আহমদ আফজল বর্ণভী জানান, কেন্দ্রীয় জোড় ও শেখবাড়ি জামিয়ার সম্মেলনের বিশাল মাঠে প্রায় লক্ষাধিক মুসল্লির শৃঙ্খলার জন্য হাজারখানেক স্বেচ্ছাসেবক টিম এবং নিজস্ব নিরাপত্তাকর্মী রয়েছে। এছাড়াও জরুরি চিকিৎসা সেবা প্রদানের জন্য রয়েছে অস্থায়ী মেডিকেল ক্যাম্প।
উল্লেখ্য, আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ ব্রিটিশ উপনিবেশবাদের সময়কালে প্রতিষ্ঠিত হয়। ১৯৪৪ খ্রিস্টাব্দে বাংলার খ্যাতিমান বুযুর্গ খলীফায়ে মাদানী কুতুবে দাওরান হযরত মাওলানা শায়খ লুলুৎফুর রহমান বর্ণভী (রহ.) এ সংগঠনটি প্রতিষ্ঠা করেন।
১ ঘন্টা ৪৫ মিনিট আগে
১ ঘন্টা ৪৬ মিনিট আগে
১ ঘন্টা ৪৮ মিনিট আগে
১ ঘন্টা ৫৪ মিনিট আগে
৩ ঘন্টা ৫ মিনিট আগে