ব্যাটারি চালিত অবৈধ রিকশা বন্ধে উৎপাদন ওয়ার্কশপ ও চার্জিং পয়েন্ট বন্ধ করা হবে সাতক্ষীরার কালিগঞ্জে চিংড়ি চাষে আধুনিক ব্যবস্থাপনা নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা লালপুরে বিএডিসির সেচ প্রকল্পে ভাগ্য খুলেছে কৃষকের।। ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন, ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অংশগ্রহণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শুধু পাঠদান নয়, তাদেরকে বড় হওয়ার স্বপ্ন দেখাতে হবে--এ্যাডঃ আসলাম মিয়া ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করেছে বাকৃবি শিক্ষাথীরা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিভাগীয় শিক্ষার্থী সমিতির নেতৃত্বে লিমন-সৌরভ সাতক্ষীরায় মান্দারবাড়িয়া চরে বিএসএফ কর্তৃক পুশ ইন ৭৮ জন, উদ্ধার স্বজনদের কাছে হস্তান্তর জবিতে সেমিষ্টার ফাইনাল পরীক্ষা বন্ধ রেখে আন্দোলনের ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ নোয়াখালীতে ১৩ মামলার আসামি যুবলীগ কর্মিকে পিটিয়ে হত্যা, আটক ২ অসচ্ছল শিক্ষার্থীর পাশে জাবি ছাত্রদল নেতা হিরন বুধবার চট্টগ্রাম আসছেন প্রধান উপদেষ্টা সুন্দরবনের চরে পুশইন ৭৫ জনকে পরিবারের কাছে হস্তান্তর, তিনজন কারাগারে ১১ মাস বয়সী শিশুর করুণ মৃত্যু: বালতির পানিতে পড়ে প্রাণ গেল মরিয়মের চকরিয়ায় চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু আন্দোলনের নামে জবির মেডিক্যাল দখল শিক্ষার্থীদের শেরপুরের নালিতাবাড়ীতে ভারতীয় মদ উদ্ধার, পিকআপ আটক অনশনের ১৮ ঘন্টায়ও নেই প্রশাসনের সাড়া,অসুস্থ একাধিক শিক্ষার্থী নতুন বাজেটে বাস্তবভিত্তিক এডিপি গ্রহণ করা হবে: ড. সালেহউদ্দিন আহমেদ

তফসিল ঘোষণার দুই সপ্তাহের পরও অপসারণ করা হয়নি আগাম নির্বাচনী প্রচারের বিলবোর্ড-পোস্টার

জামালপুরের ইসলামপুর উপজেলায় নির্বাচনী প্রচারের নৌকা প্রতীকের তোরণ নির্মাণ, বিলবোর্ড, সাইনবোর্ড, ফেস্টুন ও পোস্টারে সয়লাব। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলের মনোনয়ন ভাগিয়ে নিতে কেন্দ্রীয় নেতাদের সৃষ্টি ফেরাতে সংসদ সদস্য পদে সম্ভাব্য প্রার্থীদের পক্ষে ক্ষতাসীন দলের বিভিন্ন নেতা-কর্মীরা এসব নৌকা প্রতীকের তোরণ নির্মাণ, বিলবোর্ড, সাইনবোর্ড, পোস্টার ও ফেস্টুন সাঁটানোর প্রতিযোগিতায় নামতে দেখা যায়। পৌর শহরসহ উপজেলাজুড়ে বিলবোর্ড, ব্যানার, পোস্টার ও ফেস্টুন অপসারণের দায় যেন কারও নেই। তবে উপজেলা প্রশাসনের দাবি, ইতিমধ্যে নির্বাচনী আগাম প্রচারণার সব ধরনের সামগ্রি অপসারণের কাজ শুরু করা হয়েছে।

নির্বাচন কমিশন (ইসি) নির্বানের তফসিল ঘোষণার দুই সপ্তাহ গড়ালে আগাম নির্বাচনী প্রচারে পোস্টার, বিলবোর্ডসহ নানা উপকরণ লক্ষণীয়।

নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা উন্নয়নের বিভিন্ন ফিরিস্ত তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রী, এমপি ও কেন্দ্রীয় নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে নানান ধরনের বিলবোর্ড, পোস্টার সাঁটিয়েছেন। নিজেদের মুখচ্ছবি-সংবলিত বিলবোর্ড-ব্যানার টানিয়ে নিজেদের পরিচিতির জানান দেন তাঁরা। নির্বাচনী আইন তোয়াক্কা না করেই তাঁরা এসব কাজ করে যাচ্ছেন। এমনকি জামালপুর-২ ইসলামপুর আসনের সংসদ সদস্য ও ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলালের পক্ষেও যত্রতত্র সেঁটে দেওয়া হয়েছে সরকারের উন্নয়নের বিলবোর্ড, ব্যানার, পোস্টার ও ফেস্টুন।

সরেজমিন গিয়ে দেখা গেছে, পৌর শহরের বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সড়ক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন সড়ক, খালেদ মোশাররফ বীরউত্তম সেতু, শেখ রাসেল মিনি স্টেডিয়াম এলাকাসহ ইউনিয়ন পর্যায়ে হাট-বাজারে সরকার দলীয় বিভিন্ন নেতা-কর্মীদের বিলবোর্ড-ব্যানারে ছেয়ে গেছে। এসব পোস্টারের মধ্যে বেশির ভাগই অপচনশীল প্লাস্টিকে লেমিনেটিং করা।
সরকারের উন্নয়ন প্রচারের নাম ভাঙিয়ে নিজেদের পরিচয় জানান দিতে ভোট চেয়ে, সালাম, শুভেচ্ছা ও নিজেদের যোগ্যতা তুলে ধরতে এসব বিলবোর্ড ব্যবহার করছেন।

১২ জন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনলেও ইসলামপুর আসনে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল। এছাড়া জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেয়েছে দলটির প্রেসিডিয়াম সদস্য। কিন্তু এঁদের কেউই আগাম নির্বাচন প্রচারে সাঁটিয়ে দেওয়া পোস্টার, বিলবোর্ডসহ নির্বাচনী প্রচারের নানা সামগ্রি সাঁটানোই রয়ে গেছে।

উল্লেখ্য, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধির ১১২ বিধিতে বলা আছে,  ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিনের তিন সপ্তাহ সময়ের আগে কোনো প্রকার নির্বাচনী প্রচার শুরু করা যাবে না। এছাড়া ১৭ বিধিতে উল্লেখ আছে, এ ধরনের প্রচারকে ‘নির্বাচন পূর্ব অনিয়ম’ হিসেবে গণ্য করা হবে। কোনো প্রার্থী বা তার পক্ষে কেউ এ অনিয়ম করলে ছয় মাসের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত করা যাবে। কোনো দল এ নিয়ম অমান্য করলে অনধিক ৫০ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত করা যাবে।

উপজেলা নির্বাহী নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জামান হোসেন চৌধুরী বলেন, 'সম্ভাব্য প্রার্থীদের আগাম নির্বাচনী প্রচারের উদ্দেশ্যের টানানো পোস্টার, বিলবোর্ড ইতিমধ্যে অপসারণের কাজ শুরু করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিরাজুল ইসলাম বলেন, 'খুব শিগগিরই নির্বাচনী আগাম প্রচারের সব পোস্টার, বিলবোর্ড ও ফেস্টুন অপসারণ করা হবে।'

আরও খবর