জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চাওয়ায় সাইফুল ইসলাম দাদা নামে বিএনপির এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিস্কৃত সাইফুল ইসলাম দাদা উপজেলার মেরুরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসছিলেন।
বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে বকশীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মানিক সওদাগর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের কথা জানানো হয়েছে।
দলীয় প্যাডে ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে সাইফুল ইসলাম (দাদা)-কে মেরুরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার রাত ৮ টার দিকে বকশীগঞ্জ পৌর শহরের কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে জামালপুর-১ (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নূর মোহাম্মদকে নৌকা প্রতীকে বিজয় করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় কাঁচা বাজার সমিতির সভাপতি হিসেবে বিএনপি নেতা সাইফুল ইসলাম দাদা অংশগ্রহণ করেন। মতবিনিময় সভার এক পর্যায়ে নৌকার পক্ষে ব্যবসায়ীদের কাছে ভোট প্রার্থনা করেন তিনি।
নৌকায় ভোট চাওয়ার বিষয়টি জানাজানি হলে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বিএনপি থেকে বহিস্কার করা হয়।
এব্যাপারে বহিষ্কারের বিষয়ে সাইফুল ইসলাম দাদা বলেন, 'সামাজিক যোগাযোগ মাধ্যমে বহিষ্কারের বিষয়টি জানতে পেরেছি। আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয়। ব্যবসায়ী সংগঠনের নেতা হিসেবে ব্যবসায়ীদের পক্ষে ওই মতবিনিময় সভায় বক্তব্য দিয়েছে। এটা দোষের কিছু দেখছি না।'
বকশীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মানিক সওদাগর বলেন, 'বিএনপি নেতা হিসেবে নৌকায় ভোট চাওয়ায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় বিএনপি থেকে সাইফুল ইসলাম দাদাকে বহিষ্কার করা হয়েছে।'
৫ ঘন্টা ১৬ মিনিট আগে
৫ ঘন্টা ৩৪ মিনিট আগে
৬ ঘন্টা ২২ মিনিট আগে
৬ ঘন্টা ৩৫ মিনিট আগে
৭ ঘন্টা ২৫ মিনিট আগে
৭ ঘন্টা ৪৮ মিনিট আগে
৯ ঘন্টা ০ মিনিট আগে