বগুড়ার আদমদীঘি থানা পুলিশ অভিযান চালিয়ে ১০পিস ইয়াবাসহ আজাদ হোসেন (৩০) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গত বুধবার (১৩ ডিসেম্বর) রাতে উপজেলার সান্তাহার ঢাকা পট্টি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আজাদ হোসেন আদমদীঘির উথরাইল বাবনিগ্রামের আজিজার রহমানের ছেলে। তার নামে আদমদীঘি থানায় পূর্বের দুইটি মাদক মামলা রয়েছে।
পুলিশ জানায়, বুধবার রাত ৭টার দিকে সান্তাহার ঢাকা পাট্ট এলাকায় মাদক বিক্রি করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে থানার উপ-পরিদর্শক তরিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ১০পিস ইয়াবা ট্যাবলেটসহ একাধিক মাদক মামলার আসামি আজাদ হোসেনকে গ্রেফতার করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জানান, এব্যাপারে থানায় আজাদ হোসেনের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা রুজু করে আজ বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।