গোয়ালন্দ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
১৬ ডিসেম্বর(শনিবার) সূর্যোদয়ের প্রথম প্রহরে সরকারি, আধা-সরকারী, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।পরে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ ৩১বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসের শুভ সূচনা হয়।
সকাল ৭ টায় গোয়ালন্দ উপজেলা মাঠ প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা নিবার্হী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র ।পরে গোয়ালন্দ শহীদ মহিউদ্দিন আনসার ক্লাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা শ্রদ্ধা নিবেদনের পর গোয়ালন্দ ঘাট থানার পক্ষে পুষ্পস্তবক অর্পণ করে অফিসার ইনচার্জ প্রাণ বন্ধু।
সকাল সাড়ে ৮ টায় উপজেলা ভূমি অফিসের সামনের মাঠে বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস, রোভার স্কাউটস, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,গার্লস গাইড ও শিশু কিশোর সংগঠনের সমন্বয়ে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র ও গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ প্রাণবন্ধু কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন।
দুপুর ১২ টায় উপজেলা হল রুমে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
৩ ঘন্টা ৪১ মিনিট আগে
৪ ঘন্টা ৪৭ মিনিট আগে
৪ ঘন্টা ৪৮ মিনিট আগে
৬ ঘন্টা ১৪ মিনিট আগে
৬ ঘন্টা ১৯ মিনিট আগে
৬ ঘন্টা ২৩ মিনিট আগে
১০ ঘন্টা ৪ মিনিট আগে