মহান বিজয় দিবস বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য ও বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় (১৬ ডিসেম্বর)।বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিনটি পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন।১৯৭১ সালের এই দিনে নয় মাসের মুক্তিযুদ্ধ শেষে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। এই দিনটি উপলক্ষে জেলা প্রশাসন ও বীরমুক্তিযোদ্ধা, সুধী একাদশ এর মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ১৬ ডিসেম্বর ২০২৩) বিকেল ৩ টায় জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার ও সিরাজগঞ্জ পৌরসভা সৌজন্যে বীরমুক্তিযোদ্ধা শহিদ শামসুদ্দিন স্টেডিয়ামে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠানের সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গনপতিরায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে সন্মাননা উপহার তুলেদেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। এসময়ে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( আইসিটিও শিক্ষা) উপ-সচিব মো. রায়হান কবির, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি বীরমুক্তিযোদ্ধা গাজী ফজলুল মতিন মুক্তা, প্রমূখ, পুরস্কার বিতরণ ও ধারাভাষ্যকার হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের তরুন চেয়ারম্যান মো. জিয়াউর রহমান জিয়া মুন্সি, মো. আব্দুল্লাহ আল মাহমুদ।
খেলায় সিরাজগঞ্জ জেলা প্রশাসন ১ সুধী একাদশ ২ গোলে জয়লাভ করে।
১ ঘন্টা ১৮ মিনিট আগে
১ ঘন্টা ৪১ মিনিট আগে
১ ঘন্টা ৫৭ মিনিট আগে
২ ঘন্টা ২৮ মিনিট আগে
২ ঘন্টা ৫৭ মিনিট আগে
৩ ঘন্টা ৫১ মিনিট আগে