শ্যামনগর বনশ্রী শিক্ষা নিকেতনের সাবেক প্রধান শিক্ষক ইয়াকুব আলীর মৃত্যু
রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামের মৃত দাউদ আলী সরদারে পুত্র ইয়াকুব আলী সরদার শুক্রবার (১৪ মার্চ) ভোরে সাতক্ষীরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
সাত পুত্র এক কন্যা ও স্ত্রী রেখে গেছেন। তিনি ১৯৬৪ সালে বনশ্রী শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ে প্রতিষ্ঠাকারীন সময় থেকে প্রধান শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন এবং ২০০৪ সালে অবসরে যান। বর্তমানে তিনি মুন্সিগঞ্জ ডিগ্রী কলেজের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছিলেন।
তার মৃত্যুতে বনশ্রী শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক মোঃ আব্দুল করিম, মুন্সিগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল হামিদ, শিক্ষক-কর্মচারীবৃন্দ ও ছাত্র-ছাত্রীবৃন্দ গভীরভাবে শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। প্রবীন ও শ্রদ্ধেয় শিক্ষক মারা যাওয়ায় এলাকার তার সাবেক ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী মর্মাহত। সকলে তাঁর আত্মার মাগফিরত কামনা করেছেন।
ছবি- মৃত প্রধান শিক্ষক ইয়াকুব আলী।
২ ঘন্টা ৫৪ মিনিট আগে
৩ ঘন্টা ৫ মিনিট আগে
৩ ঘন্টা ৩৬ মিনিট আগে
৩ ঘন্টা ৩৯ মিনিট আগে
৩ ঘন্টা ৪২ মিনিট আগে
৪ ঘন্টা ৪ মিনিট আগে
৪ ঘন্টা ২২ মিনিট আগে