গোয়ালন্দে মানব পাচার প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহবান
রাজবাড়ীর গোয়ালন্দে মানব পাচার প্রতিরোধে সংশ্লিষ্ট সকল কতৃপক্ষ ও সাধারন জনগনকে ঐক্যবদ্ধ ও সচেতন হওয়ার উপর জোর দেয়া হয়েছে।
বুধবার বেলা ১১ টায় উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সভায় এ আহবান জানানো হয়।
সভায় সার্বিক সহযোগীতা করে যৌনকর্মী ও তাদের শিশুদের অধিকার প্রতিষ্ঠা নিয়ে কাজ করা বেসরকারী সংগঠন মুক্তি মহিলা সমিতি (এমএমএস) ও তেরে দেস হোমস (টিডিএইচ)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী,
বিশেষ অতিথি ছিলেন গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিপ্লব ঘোষ, গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) উত্তম কুমার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী,মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভিন, মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম প্রমূখ।