নোয়াখালী বাইকে মাইক্রোর ধাক্কা, প্রাণ গেল ইতালি প্রবাসীর
নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. ইউসুফ নামে ৩০ বছর বয়সী এক প্রবাসী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের উপজেলার দিনেশগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইউসুফ বেগমগঞ্জের নরোত্তমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গাজী বাড়ির নুরুল আমিনের ছেলে। ছুটিতে বাড়ি এসে আগামী মাসে ফের ইতালি যাওয়ার কথা ছিল তার।
নিহতের বন্ধু ব্যবসায়ী নিজাম জানান, ৩১ দিন আগে ইতালি থেকে দেশে ফেরেন ইউসুফ। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে পার্শ্ববর্তী সেনবাগ উপজেলায় যান তিনি। সেখান থেকে পারিবারিক কাজে চৌমুহনী বাজারে যাচ্ছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে দিনেশগঞ্জ এলাকায় পৌঁছালে তাকে ধাক্কা দেয় চৌমুহনী থেকে আসা ফেনীগামী একটি মাইক্রোবাস। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূঁইয়া বলেন, চৌমুহনী লাইভ কেয়ার হাসপাতাল থেকে মরদেহ বাড়িতে নিয়ে গেছে পরিবার। পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।
১ ঘন্টা ৩৫ মিনিট আগে
১ ঘন্টা ৫৮ মিনিট আগে
৩ ঘন্টা ৩৬ মিনিট আগে
১০ ঘন্টা ৪৯ মিনিট আগে
১৮ ঘন্টা ৫৯ মিনিট আগে
১৯ ঘন্টা ১১ মিনিট আগে
১৯ ঘন্টা ১৬ মিনিট আগে
১৯ ঘন্টা ৪৯ মিনিট আগে