বসুন্ধরা শুভসংঘ মনপুরা উপজেলা কমিটি গঠন করা হয়েছে একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসাতে গণঅভ্যুত্থান হয়নি: নাহিদ বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে মাভাবিপ্রবি ভেতরে পরীক্ষা, বাইরে অপেক্ষা আর উৎকণ্ঠা রামগড়ে গরুর ঘাস খাওয়া নিয়ে সংঘর্ষ, নিহত ১ আহত ৭ কুবিতে ১২টি কেন্দ্রে একযোগে চলছে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ২ সহযোগী আটক, অস্ত্র ও কার্তুজ উদ্ধার ঈশ্বরগঞ্জে ওয়াইপিএজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ক্ষমা ও ক্ষতিপূরণের বাংলাদেশের দাবির উল্লেখ নেই পাকিস্তানের ভাষ্যে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠ আজ লালপুরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের দিন বদলে কাজ করবে : সাবেক এমপি মোশারফ বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সামাজিক ভাবে হেয় ,অন্যায্য ভাবে আল্টিমেটামের তীব্র প্রতিবাদ কেন্দ্র ঘোষিত শ্রমিক যোগাযোগ পক্ষ পালন বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত আনুলিয়ায় একশত পরিবারের রাজবাড়ীর গোয়ালন্দে সাবেক ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে থানায় আওয়ামীলীগ নেতার অভিযোগ পীরগাছায় হেযবুত তওহীদ কর্তৃক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা!

হোসেনপুরে আবারো আধিপত্য বিস্তার নিয়ে স্বেচ্ছাসেবক লীগ-ছাত্রলীগের সংঘর্ষ, আহত ১৫



সংঘর্ষে আহত একজনকে হাসপাতালে নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে

সংঘর্ষে আহত একজনকে হাসপাতালে নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে 

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত পাঁচজনকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে হোসেনপুর পৌর সদরে দুই দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।


স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, দলীয় সদস্য সংগ্রহ করার জন্য ঢাকা থেকে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কয়েক নেতা হোসেনপুরে আসার কথা। এ উপলক্ষে আজ বেলা ১১টা থেকে উপজেলার সিদলাসহ বিভিন্ন ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা হোসেনপুর পৌর সদরের আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে ভেতরে–বাইরে অবস্থান নেন। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরাও একই জায়গায় অবস্থান নেন। পরে দুপুর ১২টার দিকে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য সৈয়দা জাকিয়া নূর ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুনের অনুসারীদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষ রামদা, বল্লমসহ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আহত স্বেচ্ছাসেবক লীগ নেতা সজীব মিয়া, সুজন মিয়া, মো. দয়ালসহ পাঁচজনকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যদের সদর জেনারেল হাসপাতাল, হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

সংঘর্ষের ঘটনায় হোসেনপুর বাজারসহ চারদিকে আতঙ্ক ছড়ায়। পরে নবগঠিত উপজেলা ছাত্রলীগের বিবদমান দুই পক্ষের শতাধিক নেতা-কর্মীর মধ্যে বেলা আড়াইটার দিকে হোসেনপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয় সড়কে আসাদুজ্জামান খান অডিটরিয়ামের সামনে আরেক দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ইটপাটকেলের আঘাতে কয়েকজন আহত হয়েছেন।


সংঘর্ষে সংসদ সদস্য পক্ষের আহত স্বেচ্ছাসেবক লীগ নেতা সুজন মিয়া প্রথম আলোকে বলেন, দুপুরে তাঁরা কেন্দ্রীয় নেতাদের অভ্যর্থনা জানানোর জন্য আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের ভেতরে–বাইরে অপেক্ষা করেন। এ সময় বিরোধী মসিউর রহমান হুমায়ূন পক্ষের স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের লোকজন ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ওপর অতর্কিত হামলা চালান। এতে তিনিসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। তাঁরা হাসপাতালে চিকিৎসাও নিয়েছেন।



এ বিষয়ে মসিউর রহমানের অনুসারী স্বেচ্ছাসেবক লীগ নেতা শহীদ মোল্লা মুঠোফোনে  বলেন, এটা স্বেচ্ছাসেবক লীগ অনুষ্ঠান থাকলেও মূলত সংঘর্ষ হয় ছাত্রলীগের দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে।

নবগঠিত ছাত্রলীগের সভাপতি ও মসিউর রহমানের অনুসারী মুস্তাফিজুর রহমান বলেন, স্বেচ্ছাসেবক লীগের অনুষ্ঠানে তাঁদের দাওয়াত ছিল। তাই তিনি তাঁর সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাতকে নিয়ে দলীয় কার্যালয়ে যান। এ সময় স্বেচ্ছাসেবক লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। অথচ এখন ছাত্রলীগকে দোষারোপ করা হচ্ছে।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মাসুদ আলম বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তদন্ত সাপেক্ষে ও অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর