সফলতা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা যখন সফল তখন আমাদের জীবন সুন্দর। আমরা যদি একটি গাছ লাগাই আর নিয়মিত যত্ন নেই আর সেই গাছে যদি কোনো ফলন না হয় তবে গাছ এবং গাছের মধ্যে করা পরিশ্রমের যেমন কোনো মূল্য থাকেনা, ঠিক তেমনি যদি আমরা আমাদের ক্যারিয়ার গড়ার জন্য হাজারো পরিশ্রম করি এবং সফল না হতে পারি তাহলে আমাদেরও সেই গাছের মত কোনো মূল্য থাকে না । আমরা যখন ব্যার্থ হই তখন একজন ব্যার্থ মানুষও সেইটা নিয়ে আমাদের কথা শুনাই, কেউ পরিশ্রমটা দেখে না বরং অনেক রকমের কথা বলে , তখন বাবা মায়ের কাছেও সন্তানরা বুঝা হয়ে যায়। আমাদের পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয়স্বজন তারাও আমাদের সাপোর্ট না দিয়ে আমাদের কটু কথা শুনাই।তখন আমাদের পূনরায় চেষ্টা করার মনমানসিকতা নস্ট হয়ে যায়। আমাদের সমাজে একজন অশিক্ষিত সফল লোকের অনেক দাম আছে কিন্তু একজন শিক্ষিত ব্যার্থ লোকের কোনো মূল্য নেই! কেন এই রকম হয় ? আমাদের সমাজের নীতি কি কখনোই পাল্টাবে না? যদি আমাদের সমাজ ব্যার্থ মানুষকে তিরস্কার না করে এদের উৎসাহ দিতো তাহলে হয়তো আমাদের সমাজের ৯০% মানুষই সফল হতে পারতো। তাই আমাদের সমাজ পরিবর্তন হলে পরিবর্তন হবে অনেক কিছুই।
৯ দিন ১৫ ঘন্টা ৩০ মিনিট আগে
১০ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট আগে
১২ দিন ৪ ঘন্টা ৫০ মিনিট আগে
১৫ দিন ৭ ঘন্টা ৫৯ মিনিট আগে
২০ দিন ১৮ ঘন্টা ২২ মিনিট আগে
২৫ দিন ৪ ঘন্টা ৮ মিনিট আগে
২৫ দিন ৪ ঘন্টা ৩৬ মিনিট আগে
২৫ দিন ১৮ ঘন্টা ২৩ মিনিট আগে