আমি শব্দহীন এক অভিমান,
যার ভাষা কেউ বোঝেনি,
চোখের জল শুকিয়ে গেছে,
তবু বৃষ্টি নামেনি।
নিঃশব্দ ক্রন্দন বয়ে যায়,
হৃদয়ের অচেনা পথ ধরে,
কেউ কি শুনতে পায় সে সুর?
নাকি হারিয়ে যায় অন্ধকারে?
কথারা গলায় আটকে থাকে,
চোখে জমে ওঠে নীরব ব্যথা,
অভিমানের রঙ কি জানো?
সে তো শুধুই ধূসর ছায়া মাখা।
১ দিন ২২ ঘন্টা ৩৯ মিনিট আগে
৮ দিন ২১ ঘন্টা ২৩ মিনিট আগে
১৩ দিন ১৫ ঘন্টা ২৬ মিনিট আগে
১৪ দিন ৬ ঘন্টা ২ মিনিট আগে
১৪ দিন ১৮ ঘন্টা ৫৮ মিনিট আগে
১৫ দিন ৬ ঘন্টা ৭ মিনিট আগে
১৬ দিন ৯ ঘন্টা ৩১ মিনিট আগে
১৭ দিন ৩ ঘন্টা ১৬ মিনিট আগে