এইযে দেখুন আমি কতটা অগোছালো
আমি কতটা বুদ্ধ পাগল
কতটাইবা ছন্নছাড়া...।
আমাকে কী একটু বদলে দেবেন
নতুন করে গুছিয়ে দেবেন
নিজের মত করে ভালোবেসে
আগলে রাখুন না একটুখানি
সারাজীবন রয়ে যাবো আমি...।
খুব করে একটু শাসন করে যাবেন
এলোমেলো হয়ে গেলো
একটু শুধরে দেবেন
ভালোবাসার সুরে নতুন করে
একটুখানি আমায় গড়ে দেবেন...।
এ ছাড়া আর কী বা চাওয়ার আছে
এই ভাঙাচোড়া আমিটাকে
আপনি না হয় যত্ন করে
জুড়িয়ে দিন আবার, জনমের তরে...।
৫ ঘন্টা ২২ মিনিট আগে
৩ দিন ৫ ঘন্টা ৫৫ মিনিট আগে
১৮ দিন ৬ ঘন্টা ৫৮ মিনিট আগে
২৫ দিন ৫ ঘন্টা ৪২ মিনিট আগে
২৯ দিন ২৩ ঘন্টা ৪৫ মিনিট আগে
৩০ দিন ১৪ ঘন্টা ২১ মিনিট আগে
৩১ দিন ৩ ঘন্টা ১৮ মিনিট আগে
৩১ দিন ১৪ ঘন্টা ২৬ মিনিট আগে