গলাচিপা উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: মাহমুদুল হাসান স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন। আজ ১৪ মে বেলা ১১:০০ টায় উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত প্রশাসনিক ভবনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় গলাচিপা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ডা. হাফিজ উল্লাহ এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জহিরুল ইসলাম টিপু মৃধা ও সাংগঠনিক সম্পাদক নেছার উদ্দিন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাংবাদিকদের সাথে খোলামেলা আলোচনা করেন এবং উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের মতামত ও পরামর্শ শোনেন। তিনি বলেন, "আপনারা সমাজের দর্পণ। আপনাদের সহযোগিতা ছাড়া একটি সুন্দর ও সমৃদ্ধ গলাচিপা গড়া সম্ভব নয়।" তিনি আরও যোগ করেন, "আমি এখানে সেবক হিসেবে এসেছি এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই উপজেলাকে একটি মডেল উপজেলায় পরিণত করতে চাই।"
সাংবাদিকরা তাদের বক্তব্যে উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়ন সংক্রান্ত বিষয় তুলে ধরেন। তারা বিশেষ করে মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ প্রতিরোধ এবং সামাজিক উন্নয়নের ক্ষেত্রে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
ইউএনও মো. মাহমুদুল হাসান সাংবাদিকদের উত্থাপিত বিষয়গুলো মনোযোগ সহকারে শোনেন এবং সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, "যেকোনো অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে থাকবে এবং এক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা অপরিহার্য।"
সভায় উপস্থিত সাংবাদিকবৃন্দ নতুন ইউএনও-কে স্বাগত জানান এবং উপজেলার সার্বিক উন্নয়নে তাদের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। তারা আশা প্রকাশ করেন, ইউএনও-এর গতিশীল নেতৃত্বে গলাচিপা আরও উন্নত ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে।
মতবিনিময় সভাটি একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং স্থানীয় সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসনের একটি শক্তিশালী যোগসূত্র স্থাপিত হয়। সভা শেষে ইউএনও সাংবাদিকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে সকলের সম্মিলিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
৩ ঘন্টা ১৮ মিনিট আগে
৩ ঘন্টা ৫৫ মিনিট আগে
৪ ঘন্টা ২৪ মিনিট আগে
৪ ঘন্টা ২৬ মিনিট আগে
৪ ঘন্টা ২৬ মিনিট আগে
৫ ঘন্টা ০ মিনিট আগে
৫ ঘন্টা ১২ মিনিট আগে