'জাতীয় সংগীতের বিরুদ্ধে ষড়যন্ত্র মানি না, মানব না' এই শ্লোগান দিয়েই জাতীয় সংগীত গেয়ে ‘অবমাননার’ বিরুদ্ধে কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে প্রতিবাদ জানালেন,বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক,সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু।
এসময় তিনি বলেন, ১৯৭১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষনার মধ্য দিয়ে দেশ স্বাধীনতা লাভ করে। সেই থেকে স্বাধীনতাকে ধারন করতে জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে ৭১'র স্বাধীনতার কথা প্রকাশ পায়। স্কুল-কলেজে এ্যাসাম্বলির মাধ্যমে জাতীয় সংগীত গাওয়া হয়। এই জাতীয় সংগীতের মাধ্যমেই আমরা ৭১'র স্বাধীনতা খুজে পাই। আজ আমাদের এই জাতীয় সংগীত নিয়ে ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রকে প্রতিহত করতে সিরাজগঞ্জের অন্যতম বিদ্যাপীঠ সবুজ কানন স্কুল এন্ড কলেজের কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে আজ প্রথম প্রতিবাদ শুরু করলাম। জাতীয় সংগীতের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখতে ধীরে ধীরে সিরাজগঞ্জের প্রতিটি স্কুল কলেজের শিক্ষার্থীদের প্রতিরোধ গড়ে তোলা হবে।
(১৪ মে ২০২৫), বুধবার সকাল ১০টায় শহরের মুজিব সড়কস্থ সবুজ কানন স্কুল এন্ড কলেজের সম্মুখে অবমাননার’ প্রতিবাদ জানালেন সিরাজগঞ্জ জেলার সবুজ কানন স্কুল এন্ড কলেজের হাজার শিক্ষার্থী। সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে তারা ওই ঘটনার প্রতিবাদ জানান।
‘অবমাননার’ প্রতিবাদ সভায় সবুজ কানন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাসুদ আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। বক্তব্য রাখেন জেলা বাসদ'র আহ্বায়ক নব কুমার, সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মিলন ইসলাম খান, সহ দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, সবুজ কানন এন্ড কলেজ এর ম্যানেজিং কমিটির সদস্য ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, অত্র বিদ্যালয়ের সহকারি শিক্ষক এনামুল করিম, আব্দুল লতিফ, কাওছারুল আজম প্রমুখ।
এসময় শিক্ষার্থীদের মধ্য থেকে ৯ম শ্রেণির ছাত্রী ফাল্গুনী রাণী প্রেমা তার বক্তব্যে বলেন, ৭১ এর স্বাধীনতার মধ্যদিয়ে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি, পতাকা পেয়েছি, মানচিত্র পেয়েছি। তাই, যারা ৭১ কে অস্বীকার করতে চান, জাতীয় সংগীতকে অস্বীকার করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের এ প্রতিবাদ। আমরা বলতে চাই, এ দেশের মানুষ স্বাধীনতার পক্ষে সবসময় ছিল, আছে এবং থাকবে।
বক্তব্য শেষে জাসাস সিরাজগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ এর সম্বলিত কণ্ঠে সকলেই একত্রে মনোমুগ্ধকর পরিবেশে জাতীয় সংগীত পরিবেশন করেন।
৩ ঘন্টা ৩৬ মিনিট আগে
২৩ ঘন্টা ১৬ মিনিট আগে
১ দিন ৩ ঘন্টা ১৪ মিনিট আগে
১ দিন ৩ ঘন্টা ২৬ মিনিট আগে
১ দিন ৩ ঘন্টা ২৭ মিনিট আগে
১ দিন ৪ ঘন্টা ৩৪ মিনিট আগে