আদমদীঘির সান্তাহারে আয়েজ উদ্দিন (৭৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৩ জানুয়াররী) সকালে উপজেলার সান্তাহার স্টেশন সংলগ্ন মুক্তিযোদ্ধা মার্কেটে প্রেসক্লাবের পাশ থেকে তার লাশ উদ্ধার করে। মৃত আয়েজ উদ্দিন নওগাঁর সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের উলিপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, গত শনিবার ভোর রাতে সান্তাহার মুক্তিযোদ্ধা মার্কেটের প্রেসক্লাবের পাশে আয়েজ উদ্দিন নামের ওই বৃদ্ধের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা সান্তাহার ফাঁড়িতে সংবাদ দেন। এরপর পুলিশ লাশ উদ্ধার ও পরিচয় সনাক্ত করে মৃত ব্যক্তির স্বজদের নিকট লাশ হস্তান্তর করা হয়।
সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমাস আলী সরকার জানান, তীব্র শীতের কারনে ওই বৃদ্ধের মৃত্যু হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।