বগুড়ার সারিয়াকান্দিতে বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াছিন আলী (৭০) ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় কুতুবপুর ইউনিয়নের তালতলা এলাকায় সারিয়াকান্দি–কুতুবপুর সড়কে বগুড়া-ড ১১-০০৪১ নম্বরের ট্রাকের সাথে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকেই ট্রাকচালক পলাতক থাকার কারণে প্রায় ২ ঘণ্টা সেখানে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সারিয়াকান্দি থানা পুলিশ ট্রাকটি জব্দ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইয়াছিন আলী মাষ্টার কুতুবপুর বাজারে একটি টেইলার্সে জুব্বা নেয়ার জন্য শুক্রবার সকালে বাইসাইকেল যোগে কুতুবপুর বাজারের উদ্দেশ্যে রওনা দেন। তিনি বাইসাইকেল চালামো অবস্থায় তালতলায় সারিয়াকান্দি-কুতুবপুর সড়কে উঠার সাথে সাথে দেবডাঙ্গা গামী বালুবাহী ট্রাকের সাথে ধাক্কা লেগে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাথার মগজ বের হয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। জানা যায়, ইয়াছিন আলী ফুলবাড়ী ইউপি'র চরডোমকান্দি গ্রামের মৃত গোলাম হোসেন সরকারের ছেলে ও উপজেলার কাজলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক।
সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।