শিরোনামঃ পিঠা উৎসব
কলমেঃ মিনার হোসেন খান কাজল
কৃষি প্রধান আমার দেশ
সবার প্রিয় বাংলাদেশ,
শস্য শ্যামল এ-ই দেশেতে
উৎসবের নেই শেষ।
বৈশাখ মাস এলে পরে
সব কৃষকের ঘরে ঘরে,
ফসল তোলার পরে চলে
নবান্নের উৎসব।
জৈষ্ঠ্যমাস এলে পরে
সারা বাংলার হাট বাজারে,
নানা রকম ফল বাহারে
ফল মেলার উৎসব।
ভাদ্র মাস এলে পরে
শহর বন্দর গ্রামে গঞ্জে,
পাকা তালের রসে চলে
তাল পিঠার উৎসব।
অগ্রানেরই হিমেল হাওয়ায়
ধান তোলে কৃষক-ঘোলায়,
উৎসবে উৎসবে চলে
পিঠা খাওয়ার ধুম।
পৌষ-মাঘ এলেই শুনি
পাটিসাপটা ভাপা পুলি,
নানা স্বাদে হরেক রকম
পিঠা উৎসব।
সময়কালঃ ১৫.০১.২০২৪
পলাশ - নরসিংদী।