লালমনিরহাট জেলার কালীগঞ্জে উপজেলা বিবিবি নেসকো লিমিটেড ৩৩/১১ কালীগঞ্জে মিটার পাঠক ও বিল বিতরণ কারী গণ কর্ম বিরতি পালন করছেন আজ ৩০/০১/২০২৪ ইং লালমনিরহাট জেলার ৫ টি উপজেলা ১/হাতীবান্ধা ২/ কালীগঞ্জ ৩/ লালমনিরহাট সদর ৪/পাটগ্রাম এই চারটি উপজেলার ১১০ জন কর্মচারী আজ বিবিবি নেসকো কালীগঞ্জ অফিস শাখায় কর্ম বিরতি পালন করছে।
এই কর্ম বিরতি কারণে বিবিবি নেসকো লিমিটেড এর গ্রাহকেরা বিদ্যুৎ ভুতরি বিল হতে পারে বলে জানান মিটার রিডার ও বিল বিতরণ কারী গণ কারণ তারা গ্রাহকে মিটার দেখেনা ও বিল ও তৈরি করছেন না বিদ্যুৎ অফিসে বসে তাদের মনগড়া বিল তৈরির পরিকল্পনা করছে।
মিটার পাঠক ও বিল বিতরণ কারী দাবী তারা ২০২০ সালে রাজশাহী হেলতেম খায় নেসকো প্রধান কার্যলায় একটি চাকরী স্থানীয় কারার দাবীতে আন্দোলন করেছিলেন সেখানে নেসকো লিমিটেড এম ডি মোঃ জাকিরুল ইসলাম বলেছিলেন আপনারা নিজ নিজ অফিসে চলে যান আপনাদের নিয়োগ দেওয়া হবে কিন্তু তার প্রতিশ্রুতি আজো বাস্তবায়ণ হয় নি বলে জানান নেসকো লিমিটেড মিটার পাঠক ও বিল বিতরণ কারী গণ।
আমরা জানি যে সামনে গ্রাহকে বাসায় বাসায় চালু হবে স্মাট পি- পেইড যার ফলে বেকার জীবন পার করতে হবে মিটার পাঠক ও বিল বিতরণ কাজে নিয়োজিত ব্যক্তিদের
জানা যায় যে বিবিবি নেসকো লিমিটেড মিটার পাঠক ও বিল বিতরণ কারী গণ স্মাট পি-পেইড মিটারের পক্ষে
৪ দিন ১৩ ঘন্টা ২ মিনিট আগে
৭ দিন ৯ ঘন্টা ৪৯ মিনিট আগে
১৫ দিন ৩ ঘন্টা ৪৬ মিনিট আগে
২১ দিন ১০ ঘন্টা ১৪ মিনিট আগে
২৬ দিন ১১ ঘন্টা ২৬ মিনিট আগে
৩৯ দিন ৪ ঘন্টা ২০ মিনিট আগে
৩৯ দিন ৬ ঘন্টা ৫ মিনিট আগে
৪২ দিন ১৬ ঘন্টা ৩৯ মিনিট আগে