লালপুর মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে জয় বাংলা স্লোগান লেখা ফুচকা খেয়ে অভয়নগরে ২১৩ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ঈদের ছুটিতে সুন্দরবনে রাশিয়ার রাষ্ট্রদূতসহ দেশী-বিদেশী পর্যটকের ভিড় কুতুবদিয়া সমুদ্র সৈকতে ভ্রমণ পিপাসু মানুষের ঈদ আনন্দ-উচ্ছাস উখিয়ায় মাদক কারবারি ইমাম হোসেন আটক শিক্ষার্থী ও দুরারোগ্য আক্রান্ত ব্যক্তিদের সহায়তা প্রদান চৌদ্দগ্রামে তারেক রহমানের ঈদ উপহার পেলে শহীদ আইয়ুবের পরিবার সাতক্ষীরায় পাটকেলঘাটায় আলামিন ফাজিল মাদ্রাসার ৪০ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠিত মাগুরায় গার্মেন্টস মালিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট, হুমকির মুখে গার্মেন্টস প্রতিষ্ঠান টাঙ্গাইলের মধুপুরে মহিলাদের ঈদ পুনর্মিলনী সভায় বক্তব্য দেন জিয়া ফাউন্ডেশনের পরিচালক এডভোকেট মোহাম্মদ আলী নবগঠিত এডহক কমিটির সংবর্ধনা ও অভিষেক অনুষ্ঠিত মধুপুরে মহিলাদের ঈদ পুনর্মিলনী করছেন বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট মোহাম্মদ আলী পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন সেনবাগ এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত অনৈতিকভাবে লিজের অভিযোগ রেলওয়ে কতৃপক্ষের বিরুদ্ধে যারা গুপ্ত রাজনীতি করে তাদের জন্য শুভকামনা নেই, ছাত্রদল সভাপতি আক্কেলপুর মেলায় পুতুল নাচের নামে অশ্লীলতা গুডিয়ে দিল উপজেলা প্রশাসন. লালপুরে শিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত। ব্যাংক বন্ধ হবে না, ঘুরে দাঁড়াতে না পারলে একীভূতকরণ: গভর্নর সীমান্তে পাকিস্তান ও ভারতীয় সেনাদের গোলাগুলি, উত্তেজনা জনগণের নিরাপত্তায় আইনশৃঙ্খলাবাহিনী নির্ঘুম থেকে কাজ করছে’

বেরোবির ক্যাফেটেরিয়ার খাবারে প্লাস্টিক, দায়হীন প্রশাসন

ইবতেশাম রহমান - রিপোর্টার

প্রকাশের সময়: 04-02-2024 01:24:33 pm

প্ল্যাস্টিক সহ ক্যাফেটেরিয়ার খাবার।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ক্যাফেটেরিয়ার খাবারে প্লাস্টিক পাওয়া গেছে। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষার্থীরা। এর আগেও খাবারে পোকা পাওয়া অভিযোগ পাওয়া যায়।


রোববার (৪ই ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় খেতে বসে মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মারুফ হাসান রিফাত খিচুড়ি সাথে পিয়াজু মধ্যে প্লাস্টিক দেখতে পান।


ভুক্তভোগী মারুফ বলেন, আজ সকালে ক্যাফেটেরিয়ায় আমার বন্ধু নিয়ে নাস্তা করে যাই, পরে খিচুড়ি, ডাল ও পিয়াজু অর্ডার করি। পরে হঠাৎ করে পিয়াজুতে সবুজের মতো কিছু একটা দেখে পাই। বন্ধুকে জিজ্ঞেসা করি এটা কি রে, বন্ধু বলে ধনিয়া পাতা হতে পারে। আমিও ভেবেছিলাম কাচা মরিচ এমন কিছু। পরে হাত দিয়ে বের করে দেখি এটা প্লাস্টিক।


এর আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় খাবারে পোকা পাওয়া অভিযোগ সহ বিভিন্ন প্রকার অপরিষ্কার খাবার পরিবেশ অভিযোগ জানানো হলেও বিশ্ববিদ্যালয়ের প্রসাশন কোন জোরদার ব্যবস্থা নেয়নি।

এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিন ধরে সমাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় সমালোচনা চলছে।


এর আগে (১০ ই সেপ্টেম্বর) খাবারে পোকা পাওয়া ভুক্তভোগী সুমন আহমেদ জানান, দুপুরে ক্যাফেটেরিয়ায় খেতে গিয়ে কয়েকজন বন্ধু মিলে ভাত এবং মুরগির মাংস অর্ডার করি। পরে ভাতে হাত দিয়ে নাড়াচাড়া করতেই ভেতর থেকে পোকা বের হয়ে আসে। পোকাসহ প্লেটটি ক্যাফেটেরিয়া ম্যানেজারকে দেখালে তিনি খাবার পরিবর্তন করে দেন। ভাতের দিকে ভালোভাবে নজর না দিলে পোকাসহ খেয়েই ফেলতাম। ক্যাফেটেরিয়ায় খাবারের মান আরও ভালো করা উচিত।


বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগেরে শিক্ষার্থী মনিরুল ইসলাম বলেন, বিষয়টি দুঃখজনক। বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া লিজ নিয়ে শিক্ষার্থীদের কী খাওয়ায় এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজর দেওয়া উচিত।


বাংলা বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান বলেন, ক্যাফেটেরিয়ায় উন্নত খাবার খাওয়ানো হয় বলে প্রচার করে। এখন প্লাস্টিকযুক্ত খাবার দেওয়া হচ্ছে। এটি খুব হতাশাজনক।


প্লাস্টিক মানব দেহের কত টুকু ক্ষতিকর এই মধ্যে জানতে চাওয়া হলে পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী ড. মোঃ হারুন আল রশিদ বলেন, প্লাস্টিক একটু অপচনশীল পদার্থ, যদি মানব দেহে প্লাস্টিক প্রবেশ করে তাহলে মানব দেহের জন্য বিভিন্ন ধরনের ক্ষতি করতে পারে, যেমন ক্যান্সার হতে পারে, ডিএনএ পরিবর্তন হতে পারে, স্কিনের সমস্যা হতে পারে, শারীরিক স্থূলতা, নিউরোডেভেলপমেন্টাল সমস্যা অথবা গর্ভধারণের ক্ষমতা হ্রাস করে।


এ ব্যাপারে কথা বলতে ক্যাফেটেরিয়া লিজ নেওয়া মুরাদ মাহমুদকে ক্যাফেটেরিয়ায় না পেয়ে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।


বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ও ক্যাফেটেরিয়ার পরিচালক উমর ফারুক বলেন, “আমাকে প্লাস্টিক বিষয়ে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।”

আরও খবর