বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন 'গুনগুন' ও সাংস্কৃতিক সংঠন 'রণন' এর যৌথ আয়োজনে ছয় দিনব্যাপি অনুষ্ঠিত হতে যাচ্ছে গুনগুন-রণন ৭ম বই মেলা ২০২৪।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে ১২ই ফেব্রুয়ারি থেকে ১৭ ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বইমেলা।
আগামী সোমবার (১২ই ফেব্রুয়ারি ২৪) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে এ বইমেলার উদ্বোধন করা হবে। এই সময় আরো উপস্থিত থাকবেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকমন্ডলসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত থাকবেন।
এবারের বই মেলায় ৪২ টি স্টল থাকছে যার মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন, দেশের বিভিন্ন সামাজিক সংগঠন, দেশে খ্যাতিমান প্রকাশনীসহ বিভিন্ন প্রকাশনী এই বই অংশ গ্রহণ করবে।
বই মেলাটি আগামীকাল রবিবার (১২ই ফেব্রুয়ারি) থেকে শুক্রবার (১৭ই ফেব্রুয়ারি) প্রতিদিন দুপুর ২টা থেকে রাত সাড়ে ৯ টা পর্যন্ত চলবে বলে জানান গুনগুনের সভাপতি উমর ফারুক ।
তারা আরও জানান, বইমেলার পাশাপাশি প্রতিদিন বিকেলে ৩টা থেকে রাত সাড়ে ৭ টা পর্যন্ত চলবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পর্যায় শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রতিযোগিতা যেমন, পুস্তক পর্যালোচনা, উপস্থিত বক্তৃতা, আবৃত্তি, চিত্রাঙ্গন প্রতিযোগিতা, পাঠ প্রতিযোগীতা ও সাংস্কৃতিক পরিবেশনা।
গুনগুনের সভাপতি উমর ফারুক বলেন, প্রতিবারের ন্যায় এই বছর বই আয়োজন করার সুযোগ পেয়েছি। এই বছর প্রচুর সারা পেয়েছি। ঢাকা থেকে অনেক প্রকশনা আসবে। এর মাধ্যমে লেখক এবং পাঠকের মধ্যে মিলন মেলায় পরিণত হবে বেরোবি ক্যাম্পাস। বই ও লেখক এর সঙ্গে রংপুর এলাকার মানুষের নতুন একটা সময় কাটবে বলে আশা করি। বই মেলাটি উৎসবমুখর ও প্রাণবন্ত করতে সবার সহযোগিতা কামনা করি।
৪ দিন ৭ ঘন্টা ১৩ মিনিট আগে
৪ দিন ৮ ঘন্টা ১৪ মিনিট আগে
৫ দিন ১০ ঘন্টা ৩৭ মিনিট আগে
৫ দিন ১৩ ঘন্টা ৩৮ মিনিট আগে
৫ দিন ১৩ ঘন্টা ৫১ মিনিট আগে
৭ দিন ৯ ঘন্টা ৫৫ মিনিট আগে
৭ দিন ১৩ ঘন্টা ১৮ মিনিট আগে
৭ দিন ১৩ ঘন্টা ৩২ মিনিট আগে