সিরাজগঞ্জে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সবুজ কানন স্কুল এন্ড কলেজ সিরাজগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এর শুভ উদ্বোধন ও অভিভাবক দিবস ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ১৬ ফেব্রুয়ারী ২০২৪) সকাল ৯ টায় সবুজ কানন স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে সবুজ কানন স্কুল এন্ড কলেজের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও অভিভাবক দিবস এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরুতে জাতীয় সংগীত, জাতীয় পতাকা, এবং শপথ বাক্যপাঠ, ও বেলুন উড়িয়ে এর শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ সদর কামারখন্দ ২ আসনের জাতীয় সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী।
পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ও উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও সবুজ কানন স্কুল এন্ড কলেজ সভাপতি মীর মোহাম্মদ মাহবুবুর রহমান
এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, সবুজ কানন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুল হালিম, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র ছাত্রীদের হাতে পুরস্কার তুলেদেন সিরাজগঞ্জ সদর কামারখন্দ ২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী।
অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি ড. জান্নাত আরা তালুকদার হেনরী তিনি তার বক্তব্য বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়তে খেলাধূলার কোন বিকল্প নেই, পাশাপাশি পড়ালেখা কোন বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রী হাত ধরে দেশ আজ এগিয়ে চলেছে, ও খেলাধুলাসহ সুস্থ সাংস্কৃতিক চর্চা সৃষ্টিশীল প্রজন্ম গঠনে কার্যকর ভূমিকা রাখে। খেলাধুলা মানসিক বিকাশ ও শরীর গঠনে সহায়তা করে। ক্রীড়ার মাধ্যমে খেলোয়াড় সুলভ মনোভাব তৈরির দ্বার উন্মুক্ত হয়। ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিশু ও যুবদের পর্যায়ে এর মধ্যে নেতৃত্বের বিকাশ ঘটে। বর্তমান সরকার শিক্ষাখাতে নানান উন্নয়ন করাসহ রাস্তাঘাট, বিদ্যুৎ, বই খাতাসহ নারী-পুরুষের চাকুরী বা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছেন এবং শিক্ষা উপবৃত্তি প্রদান করছেন তখনই ছেলে মেয়েরা এমনিতেই স্কুল আসছে ও প্রতিযোগিতা স্কুল পর্যায়এ প্রতিযোগিতার মাধ্যমে ভাতৃত্ববোধ ও একে অন্যকে চেনার সুযোগ তৈরি হচ্ছে। প্রাচীনতম এই স্কুলটি ইতিমধ্যেইঅনেক সুনাম অর্জন করেছে। এই শিক্ষা প্রতিষ্ঠানটি খেলাধূলার মাধ্যমে আরো পরিচিত হোক এই শিক্ষা প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান তিনি বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন সাস্কৃতিক অনুষ্ঠানের উপর জোর দিতে হবে। প্রতিমাসে শিক্ষকদের লেখাপড়ার অগ্রগতি ও অবনতি সম্পর্কে অভিভাবকদের অবহিত করা জন্য শিক্ষকদের অনুরোধ করেন তিনি। ক্রীড়া শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক। প্রত্যেক শিক্ষার্থীর সাধারণ শিক্ষার পাশাপাশি খেলাধুলা করা প্রয়োজন।অন্যান্য বছরের ন্যায় এবারের ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উদযাপিত হয়েছে। বিদ্যালয়ের গৌরবজনক ইতিহাসে নতুনমাত্রা সংযোজন করতে সক্ষম হয়েছে।
এসময়ে উপস্থিত ছিলেন, সবুজ কানন স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মো. মাসুদ আলম, অভিভাবক সদস্য মো. মনিরুল ইসলাম মুকুল, মো. রফিকুল ইসলাম, মো. মাহবুবুল আলম, সহকারী শিক্ষক ( শারীরিক শিক্ষা) মোছা. রওশন আরা, সিনিয়র শিক্ষক লৎফন নেসা, সিনিয়র শিক্ষক ফারজানা খাতুন, ইংরেজি বিভাগের প্রভাষক মো. আব্দুল লতিফ, সিনিয়র শিক্ষক মো. ঈমান আলী, সিনিয়র শিক্ষক অনিল কুমার সরকার, সহকারী শিক্ষক মো. সাকাওয়াত হোসেন, সিনিয়র শিক্ষক সুলতানা নাজনীন আফরোজ, শিক্ষক প্রতিনিধি মো. মাহফুজুর রহমান, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার কুজকাওয়াজ পরিচালনা করেন, সবুজ কানন স্কুলের সাবেক সহকারী সিনিয়র শিক্ষক নূরে আলম হীরা, প্রমূখ।
অনুষ্ঠান টি সঞ্চালনা করেন তথ্য ও যোগাযোগ বিভাগের প্রভাষক এস. এম এনামুল কবীর, পদার্থ বিদ্যা বিভাগের প্রভাষক সঞ্জীব কুমার কর্মকার।
৩ ঘন্টা ৪৬ মিনিট আগে
৩ ঘন্টা ৪৮ মিনিট আগে
৪ ঘন্টা ৯ মিনিট আগে
৯ ঘন্টা ৪৯ মিনিট আগে
৯ ঘন্টা ৫০ মিনিট আগে
১৩ ঘন্টা ৫২ মিনিট আগে
১৩ ঘন্টা ৫৯ মিনিট আগে
১৪ ঘন্টা ৪৬ মিনিট আগে