নেত্রকোনায় চুরি হয়ে যাওয়া অটোরিকশা উদ্ধার করে চোরকে আটক করেছে মডেল থানার পুলিশ। মঙ্গলবার (১৩ নভেম্বর) সকালে নেত্রকোনা মদন সড়কের সিএনজি স্ট্যান্ড মাজুমীর ফিলিং স্টেশন এলাকা থেকে সোহেল মিয়া ওরফে শুভকে (২৫) অটোরিকশা সহ আটক করে। সোহেল মিয়া পেশাদার চোর বলেও নিশ্চিত করেছেন মডেল থানার ওসি আবুল কালাম। আইনি প্রক্রিয়া শেষে দুর্গাপুর উপজেলার ইন্দ্রপুর গ্রামের মৃত মেরাজ আলীর ছেলে ধৃত চোর শুভকে কোর্টে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, আটপাড়া উপজেলার শ্রীপুর গ্রামের আব্দুল হাইয়ের একটি ব্যাটারি চালিত অটোরিকশা নেত্রকোনা সদরের লক্ষীগঞ্জ এলাকা থেকে গতরাতে চুরি হয়। মালিক চা খেতে বসে উঠে দেখেন তার অটোরিকশাটি নেই। পরে নেত্রকোনা মডেল থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার চোরকে আটক করে। এসময় চোরের সাথে থাকা অটোরিকশাটি ফিলিং স্টেশনের পেছন থেকে উদ্ধার করে।এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার ওসি আবুল কালাম সত্যতা নিশ্চিত করে বলেন, চোরাই অটোরকিশার আনুমানকি মূল্য একলাখ ৩০ হাজার টাকা। চোরের বিরুদ্ধে আইনি ব্যাবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।
১ ঘন্টা ৫৩ মিনিট আগে
৬ ঘন্টা ৫০ মিনিট আগে
৭ ঘন্টা ১১ মিনিট আগে
৭ ঘন্টা ১১ মিনিট আগে
৭ ঘন্টা ১৩ মিনিট আগে
৭ ঘন্টা ১৪ মিনিট আগে
৭ ঘন্টা ১৬ মিনিট আগে