আম্মা বলেন, পড়রে সোনা
আব্বা বলেন, মন দে;
পাঠে আমার মন বসে না
কাঁঠালচাঁপার গন্ধে।
আমার কেবল ইচ্ছে জাগে
নদীর কাছে থাকতে,
বকুল ডালে লুকিয়ে থেকে
পাখির মতো ডাকতে।
সবাই যখন ঘুমিয়ে পড়ে
কর্ণফুলীর কূলটায়,
দুধভরা ঐ চাঁদের বাটি
ফেরেস্তারা উল্টায়।
তখন কেবল ভাবতে থাকি
কেমন করে উড়বো,
কেমন করে শহর ছেড়ে
সবুজ গাঁয়ে ঘুরবো!
তোমরা যখন শিখছো পড়া
মানুষ হওয়ার জন্য,
আমি না হয় পাখিই হবো,
পাখির মতো বন্য।
৯ দিন ১৫ ঘন্টা ৩২ মিনিট আগে
১০ দিন ৫ ঘন্টা ৫০ মিনিট আগে
১২ দিন ৪ ঘন্টা ৫২ মিনিট আগে
১৫ দিন ৮ ঘন্টা ১ মিনিট আগে
২০ দিন ১৮ ঘন্টা ২৫ মিনিট আগে
২৫ দিন ৪ ঘন্টা ১০ মিনিট আগে
২৫ দিন ৪ ঘন্টা ৩৮ মিনিট আগে
২৫ দিন ১৮ ঘন্টা ২৫ মিনিট আগে