আমার ভাইয়ের রক্তে রাঙানো, একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলুতে পারি- স্লোগানে স্লোগানে মুখরিত করে, মায়ের ভাষা আমার বাংলা ভাষা। বক্তাদের কন্ঠে এ যেন প্রানের ভাষায় অবিরাম অন্তহীন মনোমুগ্ধকর পরিবেশে বাংলার প্রতি ভালোবাসা।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার ইউনুস হালিমা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা আয়োজনে ২১ ফেব্রুয়ারী (বুধবার) বেলার শুরুতে শিক্ষার্থীদের রেলি, বিভিন্ন প্রতিযোগিতা ও আলোচনার সভার মাধ্যমে শেষ করা হয়।
মাদরাসার শিক্ষক মনির হোসেন সোহেল এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার সুপার মাওলানা আবদুস সালাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ও মাদরাসার গভর্নিং বডির সভাপতি আবদুর রব খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ মানিক, মাদরাসার সিনিয়র সহ-সভাপতি মাওলানা মাহবুবুর রহমান, যুগ্ম আহবায়ক রেজানুর পাটোয়ারী লিটন, কোষাধ্যক্ষ ফরহাদ হোসেন শান্ত, সদস্য গাজী মোশাররফ হোসেন সেলিম, জাশেদ হোসেন, হুমায়ন কবির, সহসুপার মাওলানা মিজানুর রহমান ও আবদুল আউয়াল প্রমূখ।
আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন। পরিশেষে ভাষা শহীদদের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।
৪৭ মিনিট আগে
৫০ মিনিট আগে
১ ঘন্টা ৪৫ মিনিট আগে
২ ঘন্টা ৫৭ মিনিট আগে
২১ ঘন্টা ৪৮ মিনিট আগে
১ দিন ১৪ ঘন্টা ৫৭ মিনিট আগে
১ দিন ১৭ ঘন্টা ৫৭ মিনিট আগে
১ দিন ১৯ ঘন্টা ১২ মিনিট আগে