আশাশুনি উপজেলার কুল্যায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এবিএম মোস্তাকিম এর নির্বাচনীয় মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে কুল্যা রাইচ মিল চত্বরে কুল্যা গ্রামবাসী মত বিনিময় সভার আয়োজন করে। কুল্যা ইউপি সদস্য আলহাজ্ব আব্দুল মাজেদ গাজীর সভাপতিত্বে উপস্থিত গ্রামবাসীর সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এবিএম মোস্তাকিম। এ সময় প্রধান অতিথি বলেন, আমি কোন সাহেব নই, স্যার নয়, আমি দল মত নির্বিশেষে গরিব দুঃখী অসহায় মানুষের বন্ধু, সকল শ্রেণী পেশা মানুষের কাছের মানুষ এবং ভাই। তিনি আরো বলেন, এই কুল্যা গ্রাম আমার দ্বিতীয় বাড়ি। এই এলাকার মানুষ আমার পরিবারের অংশ। এই এলাকার মানুষ কোন সুবিধা অসুবিধায় পড়লে, আমি জানতে পারলে নিজে উদ্যোগে তার পাশে গিয়ে দাঁড়াই। নিজের সাধ্যমত তাকে সহযোগিতা করে থাকি। নির্বাচনী ও বক্তব্যকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম বলেন, আশাশুনি উপজেলায় একটি নদীর বেঁড়ীবাধ ভাঙ্গন কবলিত এলাকা। আপনারা সকলেই জানেন প্রাকৃতিক দুর্যোগ সহ ঝড় বর্ষার দিনে ওই প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের খোঁজ নিয়ে থাকি এবং তাদের পাশে গিয়ে দাঁড়াই। উপজেলা পরিষদের পক্ষ থেকে বরাদ্দ প্রদান সহ নিজের সাধ্যমত দুর্গম এলাকার সাধারণ মানুষকে সহায়তা করে থাকি। আমি সর্বদা আশাশুনি উপজেলা বাসীর কল্যাণে কাজ করে যেতে চাই। তিনি সকালের উদ্দেশ্যে বলেন আপনারা জানেন আমার কাছে পৌঁছাতে কোন মাধ্যম লাগে না। যে মানুষ যে পেশারই হোক না কেন, আমার কাছে কোন আবেদন নিয়ে গেলে আমি সে আবেদন সঠিকভাবে পূরণ করার চেষ্টা করি। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম আগামী উপজেলা পরিষদ নির্বাচনে সকলের কাছে পূর্ণ সমর্থন, দোয়া ও ভালোবাসা কামনা করেন।
৩ ঘন্টা ৪০ মিনিট আগে
৩ ঘন্টা ৪৪ মিনিট আগে
৪ ঘন্টা ৩৬ মিনিট আগে
৫ ঘন্টা ১৬ মিনিট আগে
২৩ ঘন্টা ৩৫ মিনিট আগে
২৩ ঘন্টা ৫২ মিনিট আগে
২৩ ঘন্টা ৫৮ মিনিট আগে
১ দিন ১ মিনিট আগে