সিরাজগঞ্জের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে অভিযান পরিচালনা করেছে স্বাস্থ্য বিভাগ।
বৃহস্পতিবার সকাল থেকে সিরাজগঞ্জ পৌর এলাকার নিউ পলি ক্লিনিক ও শমরিতা ডায়াগনস্টিক সেন্টার, মডার্ণ ডায়াগনস্টিক সেন্টার, সিরাজগঞ্জ কমিউনিটি হাসপাতাল, শেফা প্যাথলজি কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এর ৫২ ও ৫৩ ধারায় ভোক্তার সাথে প্রতারণা, লাইসেন্স না থাকা, লাইসেন্স এর মেয়াদউত্তির্ণ, মূল্য তালিকা না থাকা, সার্ভিস সেন্টারের দূরাবস্থা, নোংরা ও অপরিষ্কার অবস্থায় সেবা প্রদাণ ও বিভিন্ন অনিয়মের কারণে মোট ২লক্ষ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া দ্রুত সমস্যা সমাধান না করলে বন্ধ করে দেয়ার কথাও জানান স্বাস্থ্য বিভাগ।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. রামপদ রায়, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট পরাগ সাহা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় সিভিল সার্জন জানান, স্বাস্থ্য সেবা নিতে আসা সাধারণ মানুষ যেনো নির্বেঘ্নে সেবা পায় এবং ভোগান্তির শিকার না হয়, সেই লক্ষ্যে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক গুলোতে অনিয়ম ও ভোগান্তির অভিযোগের প্রেক্ষিতে আমরা আজ অভিযান পরিচালনা করেছি। অভিযানে সিরাজগঞ্জ কমিউনিটি হাসপাতালকে ২ লক্ষ টাকা জরিমানা, শমরিতা ডায়াগনস্টিক সেন্টার কে ২৫ হাজার ও মডার্ণ ডায়াগনস্টিক সেন্টার কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।
৫৭ মিনিট আগে
১ ঘন্টা ৪ মিনিট আগে
১ ঘন্টা ৫৩ মিনিট আগে
২ ঘন্টা ১৮ মিনিট আগে
২ ঘন্টা ১৮ মিনিট আগে
৬ ঘন্টা ২২ মিনিট আগে
৬ ঘন্টা ২৩ মিনিট আগে
১২ ঘন্টা ২৬ মিনিট আগে