নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে সহযোগিতার হাত বাড়াতে ঘটনাস্থল পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ।
সোমবার (৪ঠা মার্চ) সকালে উপজেলার সোনারায় ইউনিয়নের ৭নং ওয়ার্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শংকরের বাসভবনে পরিদর্শনে যান তিনি। সেখানে তৎক্ষণাৎ আর্থিক সহায়তা প্রদান করেন। এছাড়া পরবর্তীতে উপজেলা পরিষদ থেকে আরও বরাদ্দ দেওয়ার প্রতিশ্রুতি দেন।
এসময় উপস্থিত ছিলেন—৯নং সোনারায় ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য হরিপদ রায়, ডোমার পৌর আওয়ামী লীগের ৩নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন প্রমুখ সহ স্থানীয় ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, গতকাল রবিবার সকাল ১১টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনায় শংকরের বাসভবনের কাপড়চোপড় ব্যতীত সবকিছুই পুড়ে ভস্মীভূত হয়। এমন ঘটনায় মানবেতর জীবনযাপন করছিলেন তারা।
৩ ঘন্টা ৪৩ মিনিট আগে
৩ ঘন্টা ৪৭ মিনিট আগে
৪ ঘন্টা ৩৯ মিনিট আগে
৫ ঘন্টা ১৯ মিনিট আগে
২৩ ঘন্টা ৩৮ মিনিট আগে
২৩ ঘন্টা ৫৫ মিনিট আগে
১ দিন ০ মিনিট আগে
১ দিন ৩ মিনিট আগে