পটুয়াখালীর মির্জাগঞ্জে আগুনে পুড়ে একটি স-মিলসহ তিনটি বসতঘর পুড়ে ছাই হয়েছে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।মঙ্গলবার (৫ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের মহিষকাটা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, মহিষকাটা বাজারের মাসুদ খানের স-মিলে কর্মরত শ্রমিকরা তার (মাসুদ) বসতঘর সংলগ্ন রান্নাঘর থেকে আগুন বের হতে দেখে ডাক-চিৎকার করে। এসময় আসপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। পরে মির্জাগঞ্জ ও পার্শ্ববর্তী উপজেলা বেতাগী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। এতে ওই স-মিলের আংশিক এবং পার্শ্ববর্তী তিনটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।
মির্জাগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. সাইফুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছাই এবং দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনি। রান্নাঘর থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। এতে আনুমানিক প্রায় সাড়ে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
৪ ঘন্টা ১ মিনিট আগে
৪ ঘন্টা ৩ মিনিট আগে
৫ ঘন্টা ৭ মিনিট আগে
১০ ঘন্টা ৮ মিনিট আগে
১২ ঘন্টা ১০ মিনিট আগে
১৯ ঘন্টা ৩৪ মিনিট আগে