‘নারীর সমঅধিকার, সমসুযোগ- এগিয়ে নিতে হোক বিনিয়োগ’—এই প্রতিপাদ্যে নীলফামারীর ডোমারে ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৪’ উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ।
শুক্রবার (৮ই মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার দপ্তরের আয়োজনে ‘আন্তর্জাতিক নারী দিবস’ উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নুরুন্নাহার শাহজাদীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ।
এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক সরকার, সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মশিউর রহমান, জেলা মহিলা জাতীয় পার্টির সভাপতি তৌহিদা জ্যোতি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও নারী নেত্রী আসমা সিদ্দিকা বেবী প্রমুখ।
‘শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা’—স্লোগানে আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নারী নেত্রী, জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
৩ ঘন্টা ৪০ মিনিট আগে
৩ ঘন্টা ৪৪ মিনিট আগে
৪ ঘন্টা ৩৬ মিনিট আগে
৫ ঘন্টা ১৪ মিনিট আগে
৫ ঘন্টা ১৫ মিনিট আগে
৫ ঘন্টা ১৬ মিনিট আগে
৫ ঘন্টা ১৭ মিনিট আগে
৫ ঘন্টা ২২ মিনিট আগে