নীলফামারীর ডোমারে ব্লু স্টার পাবলিক স্কুলের সৌজন্যে প্রয়াত চেয়ারম্যান ও যুবলীগ নেতা ‘মতিউর রহমান বাবু স্মৃতি ডে-নাইট সার্কেল ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪’ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ই মার্চ) রাত সাড়ে ৮টায় ডোমার সরকারি কলেজ মাঠে নবাব গ্রুপ ও পিএম ফুড এন্ড বেভ্যারেজ লিমিটেডের আয়োজনে অনুষ্ঠিত ‘মতিউর রহমান বাবু স্মৃতি ডে-নাইট সার্কেল ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪’ এর উদ্বোধন করেন—ডোমার উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক আহ্বায়ক ও ৭নং বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম রিমুন।
৮নং ডোমার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম আহমেদের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আসমা সিদ্দিকা বেবী, সাংগঠনিক সম্পাদক গণেশ কুমার আগরওয়ালা, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মোঃ রফিকুজ্জামান রুবেল, পৌর আওয়ামী যুবলীগের আহ্বায়ক রিফাত হাসান সৌরভ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান মানিক প্রমুখ।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে পরস্পরের মুখোমুখি অংশগ্রহণ করে—এভারগ্রিন ওয়ারিয়র্স ও ডোমার লিজেন্ডস। টস হেরে প্রথম ইনিংসে মাঠে নেমে সাইফুল আমিন সূর্যের ২৫ রান ও রাফসানুল হক সজিবের অপরাজিত ২৪ রানে ৬.০ ওভার শেষে ৫ উইকেটের বিনিময়ে ৮২ রান সংগ্রহ করে ডোমার লিজেন্ডস। দ্বিতীয় ইনিংসে ৮৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে রান শূণ্য বল আর দ্রুত উইকেট পতনের কারণে ৬.০ ওভারে ১০ রান করতে সক্ষম হয় এভারগ্রিন। এতে ৭২ রানের বড় জয় পেয়েছে লিজেন্ডসরা।
উল্লেখ্য, টুর্নামেন্টের চাম্পিয়ন দলকে ৬০ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ৩২ ইঞ্চি এলইডি টিভি ও একটি খাসি পুরষ্কার দেওয়া হবে।
৩ ঘন্টা ৪৩ মিনিট আগে
৩ ঘন্টা ৪৭ মিনিট আগে
৪ ঘন্টা ৩৯ মিনিট আগে
৫ ঘন্টা ১৯ মিনিট আগে
২৩ ঘন্টা ৩৮ মিনিট আগে
২৩ ঘন্টা ৫৫ মিনিট আগে
১ দিন ০ মিনিট আগে
১ দিন ৩ মিনিট আগে