নীলফামারীর ডোমার উপজেলার ৭নং বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে অনুষ্ঠিত উপ-নির্বাচনে ৮৮৫ ভোট পেয়ে বৈদ্যুতিক পাখা প্রতীকের মোঃ হাবিবুর রহমান বাবু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
শনিবার (৯ই মার্চ) উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বোড়াগাড়ী দোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা অব্ধি বিরতিহীনভাবে ভোটগ্রহণ শেষে গণনার পর উপজেলা মৎস্য কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসার মোঃ মামুনুর রশিদ ফলাফল ঘোষণা করেন।
এতে বৈদ্যুতিক পাখা প্রতীকে হাবিবুর রহমান বাবু ৮৮৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোরগ প্রতীকের মোঃ নুরনবী পেয়েছেন ৭৪৮ ভোট এবং অপর আরেক প্রার্থী আশরাফুল হক ফুটবল প্রতীকে পেয়েছেন ২২৩ ভোট।
এবিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোঃ মশিউর রহমান জানান, ওয়ার্ডটিতে মোট ২ হাজার ৫৪৪ জন ভোটার রয়েছেন। এরমধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১ হাজার ৮৮৮ জন। উপ-নির্বাচনে বৈধ ভোটের সংখ্যা ১ হাজার ৮৫৬টি ও বাতিল হয়েছে ৩২টি ভোট। সর্বোচ্চ ৮৮৫ ভোট পেয়ে মোঃ হাবিবুর রহমান বাবু নির্বাচিত হয়েছেন।
৩ ঘন্টা ৪৬ মিনিট আগে
৩ ঘন্টা ৫০ মিনিট আগে
৪ ঘন্টা ৪১ মিনিট আগে
৫ ঘন্টা ২২ মিনিট আগে
২৩ ঘন্টা ৪০ মিনিট আগে
২৩ ঘন্টা ৫৭ মিনিট আগে
১ দিন ৩ মিনিট আগে
১ দিন ৬ মিনিট আগে