নীলফামারীর ডোমারে জাতির সূর্য সন্তান ও বর্ডার গার্ড বাংলাদেশের অবসরপ্রাপ্ত সুবেদার বীর মুক্তিযোদ্ধা শেখ সামছুদ্দিনের জানাজা নামাজ ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কার্য সম্পন্ন করা হয়েছে।
মঙ্গলবার (১২ই মার্চ) দুপুরে উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের গোসাইগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শেখ সামছুদ্দিনের নিজ বাসভবনে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এসময় তাঁকে রাষ্ট্রের পক্ষে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৫৬ ব্যাটালিয়নের একটি প্রতিনিধি দল গার্ড অব অনার প্রদান করেন।
জানাজা নামাজে অন্যান্য মুসল্লিদের সাথে আরও অংশগ্রহণ করেন—ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরননবী, পৌর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ইলিয়াস হোসেন, ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেয়াজুল ইসলাম কালু, ভোগডাবুড়ী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা একেএম শাহাদাত হোসেন প্রমুখ।
পরে, মরদেহ পারিবারিক কবরস্থানে চিরতরে শায়িত করা হয়।
উল্লেখ্য, সোমবার (১১ই মার্চ) দুপুর ১টায় নিজ বাসভবনে চার পুত্র ও দুই কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে মৃত্যুবরণ করেন বীর মুক্তিযোদ্ধা শেখ সামছুদ্দিন।
৩ ঘন্টা ২৫ মিনিট আগে
৩ ঘন্টা ২৯ মিনিট আগে
৪ ঘন্টা ২১ মিনিট আগে
৪ ঘন্টা ৫৮ মিনিট আগে
৫ ঘন্টা ০ মিনিট আগে
৫ ঘন্টা ১ মিনিট আগে
৫ ঘন্টা ২ মিনিট আগে
৫ ঘন্টা ৬ মিনিট আগে