শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ মার্চ বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া। সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহ্বায়ক আয়শা সিদ্দিকা রুপালী প্রমুখ। সভায় ৭ ইউনিয়নের চেয়ারম্যানসহ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা অংশ নেন। সভায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে হাট বাজারে যেন জাল টাকা ঢুকতে না পারে ও গাড়ির মালিকরা যেন অতিরিক্ত ভাড়া আদায় না করতে পারে এবং যাত্রীদের সেবা নিয়ে গুরুত্বারোপ করেন বক্তারা। এছাড়াও মাদক সেবী ও ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও সিদ্ধান্ত হয়। এছাড়াও ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের উপর গুরুত্বারোপ করা হয়। পরিশেষে ঝিনাইগাতী উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে উপস্থিত সদস্যরা অভিমত ব্যক্ত করেন।
৩৭ মিনিট আগে
২ ঘন্টা ৬ মিনিট আগে
৪ ঘন্টা ৩৪ মিনিট আগে
৫ ঘন্টা ২ মিনিট আগে
৫ ঘন্টা ৩০ মিনিট আগে
৮ ঘন্টা ১২ মিনিট আগে