আশাশুনিতে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী খোকন সহ চার জন গ্রেফতার হয়েছে। শনিবার (৩০ মার্চ) আসামীদের আদালতে প্রেরন করা হয়েছে।
আশাশুনি
থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার ও ইন্সপেক্টর (তদন্ত) মোঃ রফিকুল
ইসলামের নেতৃত্বে এএসআই মোঃ রাজু আহমেদ অভিযান চালিয়ে বড়দল ইউনিয়নের
বুড়িয়া গ্রামের মাদক ও জুয়ার দস্তিদার মৃতঃ কেনা শেখের ছেলে ইসলাম শেখ
ওরফে খোকন ও পাইকগাছা উপজেলার দেবদুয়ার শেখপাড়া গ্রামের মৃতঃ আশরাফ হোসেনের
ছেলে শেখ আজাদ হোসেনকে টেকা কাশিপুর ইটভাটা সংলগ্ন এলাকা থেকে ২০০ গ্রাম
গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করেন। এ সংক্রান্তে থানায় (২০) ২৯/০৩/২৪ নং
মামলা দায়ের করা হয়েছে। বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আলমগীর
সঙ্গীয় ফোর্সের সহায়তায় পৃথক অভিযানে শ্বেতপুর গ্রামের যাকাত সরদারের
ছেলে রিপন সরদারকে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেন। এ সংক্রান্তে (২১)
২৯/০৩/২৪ নং মামলা রুজু করা হয়েছে। এছাড়া সিআর ১২৪৮/২৩ (পাইকগাছা) মামলার
আসামী রামনগর গ্রামের তাজেল ফকিরের ছেলে রমজান আলী ফকিরকে গ্রেফতার করা
হয়েছে।