শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয়ের ৭৫ বর্ষ পূর্তিতে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ১৩ এপ্রিল শনিবার মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয় মাঠে এ বর্ষ পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্ম মন্ত্রী মোঃ ফরিদুল হক খান। ওই সময় প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার ২০২১ সালে হজের নীতিমালা তৈরি করার পর হজ যাত্রীদের ভোগান্তি কমে এসেছে। সেইসাথে সরকার হজের খরচ জনপ্রতি ১ লক্ষ ২ হাজার টাকা করে কমানোর কারণে বর্তমানে হজ যাত্রীর সংখ্যা দ্বিগুণ হয়েছে। পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম, সাবেক সিনিয়র সচিব (অবঃ) নৌ পরিবহন মন্ত্রণালয় ও এসডিএফ চেয়ারম্যান মো. আব্দুস সামাদ, শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মুকতাদিরুল আহমেদ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ওই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক বাবু মদন মোহন চক্রবর্তী ও বর্তমান প্রধান শিক্ষক মো. রবিউল ইসলাম, ওই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিপ আব্দুল্লাহ আল হারুন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মো. সাইফুল ইসলাম সহ অন্যান্য শিক্ষার্থীগণ। অনুষ্ঠানে ওই বিদ্যালয় থেকে পাশ করে উচ্চ শিক্ষা গ্রহণ শেষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুলের শিক্ষক, প্রশাসনের কর্মকর্তা, ডাক্তার ও ইঞ্জিনিয়ারসহ প্রায় ৬ শত প্রাক্তন ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন। এছাড়াও বর্তমানে অধ্যয়নরত ৯ শতাধিক ছাত্র-ছাত্রীও এই উৎসবে অংশগ্রহণ করেন। ঝিনাইগাতী উপজেলার উত্তর জনপদের অন্যতম স্বনামধন্য এই বিদ্যাপিঠের গোল্ডেন জুবিলি উৎসব উপলক্ষে চারদিকে আনন্দ ছড়িয়ে পড়ে। প্রাক্তন শিক্ষার্থীগণ বহু বছর পর তাদের স্কুল জীবনের বন্ধুদের পেয়ে অনেকে আবেগে আপ্লুত হয়ে পড়েন। এছাড়াও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ৬ জন বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, সাবেক ও বর্তমান শিক্ষকদের সম্মাননা প্রদান, স্মারক উন্মোচন, ফলক উন্মোচন, মেধাবী ১১ জন শিক্ষার্থীকে প্রণোদনা প্রদান, পিঠা উৎসবসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সবশেষে স্থানীয় ও জনপ্রিয় অতিথি শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়।
৩৭ মিনিট আগে
২ ঘন্টা ৬ মিনিট আগে
৪ ঘন্টা ৩৪ মিনিট আগে
৫ ঘন্টা ২ মিনিট আগে
৫ ঘন্টা ৩০ মিনিট আগে
৮ ঘন্টা ১২ মিনিট আগে