নীলফামারীর 'ডোমার উপজেলা পরিষদ'-এর ৬ষ্ঠ সাধারণ নির্বাচনে অংশগ্রহণকারী ২১ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৩শে এপ্রিল) সকাল ১১টায় নীলফামারী জেলা নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম সকল সহকারী রিটার্নিং কর্মকর্তাদের উপস্থিতিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন।
এছাড়া 'ভাইস-চেয়ারম্যান' পদে দিলীপ কুমার মুখোপাধ্যায়- 'টিউবওয়েল' প্রতীক, মোঃ রাশেদুজ্জামান রাশেদ- 'টিয়া পাখি' প্রতীক, মোঃ জামাল উদ্দিন- 'মাইক' প্রতীক, মোঃ মাছুম বিল্লাহ- 'তালা' প্রতীক, মোঃ রোকনুজ্জামান রানা- 'বৈদ্যুতিক বাল্ব' প্রতীক, মোঃ মতিউর রহমান রুবেল- 'উড়োজাহাজ' প্রতীক, রণজিৎ কুমার রায় 'বই' প্রতীক ও এটিএম মিরাজুল কবীর- 'চশমা' প্রতীক পেয়েছেন।
অন্যদিকে, 'সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান' পদে মোছাঃ লাইলী বানু লিলি- 'ফুটবল' প্রতীক, শিল্পী আকতার বানু- 'কলস' প্রতীক, শ্রী সন্ধ্যা রাণী রায়- 'বৈদ্যুতিক পাখা' প্রতীক, সদ্য সাবেক মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ- 'হাঁস' প্রতীক ও মোছাঃ ফেরদৌসী বেগম- 'প্রজাপতি' প্রতীক পেয়েছেন।
৩ ঘন্টা ৪৮ মিনিট আগে
৩ ঘন্টা ৫২ মিনিট আগে
৪ ঘন্টা ৪৪ মিনিট আগে
৫ ঘন্টা ২২ মিনিট আগে
৫ ঘন্টা ২৩ মিনিট আগে
৫ ঘন্টা ২৪ মিনিট আগে
৫ ঘন্টা ২৫ মিনিট আগে
৫ ঘন্টা ৩০ মিনিট আগে