নীলফামারীর ডোমার উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধার সন্তান সরকার ফারহানা আখতার সুমির 'টেলিফোন' প্রতীকের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২রা মে) সন্ধ্যায় উপজেলা শহরের পৌর কাঁচাবাজার এলাকায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও টেলিফোন প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সরকার ফারহানা আখতার সুমি।
এসময় আরও উপস্থিত ছিলেন, ডোমার প্রেসক্লাবের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধার সন্তান সাংবাদিক মোঃ আসাদুজ্জামান চয়ন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক মোঃ আল-আমিন রহমান, পৌর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক কিষাণ মোঃ আজিজুর রহমান নাসিম, ডোমার সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ আব্দুল্লাহ আল মামুন রিমুন, প্রকৌশলী মোঃ মারুফুল হক লালন প্রমুখ।
পথসভায় বক্তারা সুমির পক্ষে টেলিফোন প্রতীকে ভোট কামনা করেন। প্রধান অতিথির বক্তব্যে সুমি বলেন, 'আমি দীর্ঘদিন ধরে জনকল্যাণমুখী রাজনীতি করছি। সাধারণ মানুষের জন্য কাজ করছি। ঢাকায় কারো চিকিৎসা বিষয়ক সমস্যা সমাধান সহ এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলাম। জনগণের মূল্যবান ভোটের প্রাপ্য দাবিদার আমি। তাই আগামী ৮ই মে সারাদিন, টেলিফোন মার্কায় ভোট দিয়ে আমাকে চেয়ারম্যান পদে নির্বাচিত করতে জনসাধারণের প্রতি আহ্বান জানাই। আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। আমার রক্তে বেইমানী নাই। দেশের জন্য আমার বাবা যুদ্ধ করেছেন। আমিও আমার অবহেলিত উপজেলাবাসীর অধিকার আদায়ে লড়াই করবো।'
৩ ঘন্টা ২৭ মিনিট আগে
৩ ঘন্টা ৩১ মিনিট আগে
৪ ঘন্টা ২৩ মিনিট আগে
৫ ঘন্টা ১ মিনিট আগে
৫ ঘন্টা ২ মিনিট আগে
৫ ঘন্টা ৩ মিনিট আগে
৫ ঘন্টা ৪ মিনিট আগে
৫ ঘন্টা ৯ মিনিট আগে