'স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ'–এই প্রতিপাদ্যে নীলফামারীতে অনুষ্ঠিত হওয়া 'জাতীয় আইনগত সহায়তা দিবস'-এর অনুষ্ঠানে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার জেলা লিগ্যাল এইড কমিটির সেরা প্যানেল আইনজীবী (পুরুষ) হিসেবে নির্বাচিত হয়েছেন ডোমারের অ্যাড. মোঃ আনোয়ার হোসেন।
জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মাহমুদুল করিমের সভাপতিত্বে গত রবিবার (২৮শে এপ্রিল) অনুষ্ঠিত জাতীয় আইনগত সহায়তা দিবসের অনুষ্ঠানে সেরা প্যানেল আইনজীবী হিসেবে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এসময় জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম সবুর পিপিএম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক এবিএম গোলাম রসূল, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ মোঃ হাসিবুর রহমান, নীলফামারী পৌর মেয়র কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. অক্ষয় কুমার রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
৩ ঘন্টা ৩০ মিনিট আগে
৩ ঘন্টা ৩৪ মিনিট আগে
৪ ঘন্টা ২৫ মিনিট আগে
৫ ঘন্টা ৩ মিনিট আগে
৫ ঘন্টা ৫ মিনিট আগে
৫ ঘন্টা ৬ মিনিট আগে
৫ ঘন্টা ৭ মিনিট আগে
৫ ঘন্টা ১১ মিনিট আগে