নীলফামারীর ডোমারে বিশিষ্ট ইসলাম প্রচারক ও সুফি সাধক মরহুম ছমির উদ্দিন (পোকালাগা) পীর সাহেবের ওফাত দিবস ও তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় পবিত্র ওরশ শরীফ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ই মে) বিকালে উপজেলা শহরের ডোমার এশিয়ান হাইওয়ে রেলগেট সংলগ্ন পোকালাগা পীর সাহেবের মাজারে পবিত্র ওরশ শরীফ উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন সাধারণ এলাকাবাসী সহ বিভিন্ন প্রান্তের ভক্ত-সমর্থকরা।
ওরশ মাহফিল উপলক্ষ্যে মাজার প্রাঙ্গনে কোরআন তেলাওয়াত, জিকির ও দোয়া করা হয়। এছাড়া অনেকেই তার কবর জিয়ারত করেন।
স্থানীয়রা জানান, প্রতি বাংলা বছরের ২৮শে বৈশাখ মরহুম ছমির উদ্দিন পীর সাহেবের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তাছাড়া অনেকেই এখানে এসে বিভিন্ন ইচ্ছা নিয়ে মান্নত করেন।
কথিত আছে, দীর্ঘদিন যাবৎ ডোমার রেলস্টেশনের দক্ষিণে দোলার মাঝখানে সাধনায় ছিলেন তিনি। রোদ-বৃষ্টি, ঝড়ের মাঝেও তিনি এখানে আল্লাহর সন্তুষ্টি কামনায় ইবাদত করেন। এরপর বিভিন্ন রকমের আধ্যাত্মিক কর্মকাণ্ড করতেন। তাঁর অলৌকিকতায় বাড়তে থাকে ভক্ত-মুরিদ।
৩ ঘন্টা ২৩ মিনিট আগে
৩ ঘন্টা ২৬ মিনিট আগে
৪ ঘন্টা ১৮ মিনিট আগে
৪ ঘন্টা ৫৬ মিনিট আগে
৪ ঘন্টা ৫৮ মিনিট আগে
৪ ঘন্টা ৫৮ মিনিট আগে
৫ ঘন্টা ০ মিনিট আগে
৫ ঘন্টা ৪ মিনিট আগে